বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে করবা চৌথ পালন করেছেন। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চহলের স্ত্রী ধনশ্রী বর্মাও ব্রত রেখেছিলেন। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে দূরত্ব। টি-২০ বিশ্বকাপ খেলতে চহল এখন অস্ট্রেলিয়ায়। ধনশ্রী আছেন দেশেই।
সদ্য চহল ও ধনশ্রীর সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল বিবিধ জল্পনা। নেট মাধ্যমে নিজের নামের পাশ থেকে 'চহল' পদবী সরিয়ে দিয়েছিলেন। শোনা যাচ্ছিল, চহল ও ধনশ্রীর মাঝে দূরত্ব তৈরি হয়েছে। যদিও পরে দুজনেই তা অস্বীকার করেন। সুখেই সংসার করছেন তাঁরা।
করবা চৌথে দুজনের সম্পর্কের রসায়ন আরও একবার প্রকাশ্যে। অস্ট্রেলিয়ায় থাকা স্বামীর জন্য ব্রত রাখলেন ধনশ্রী।
কিন্তু এতটা দূরত্ব! কীভাবে ব্রত ভাঙলেন ধনশ্রী? করবা চৌথের নিয়ম অনুযায়ী অভুক্ত থাকার পর স্বামীর হাতে জল খেয়ে ভাঙা হয় ব্রত।
তবে প্রযুক্তির যুগে কোনও বাধাই বাধা নয়! চাঁদ দেখার পর ভিডিও কল করে চহলের সামলে জল খেয়ে ব্রত ভাঙেন ধনশ্রী।
লাইভ ভিডিও চ্যাট ধনশ্রী ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন। তবে ভক্তরা খুশি নন। নেট মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। কেন?
নেটিজেনরা বলছেন, এ সব দেখনদারি। কেউ মন্তব্য করেছেন, এটা অতিরিক্ত দেখনদারি। কারও মন্তব্য, আজকাল দেখনদারি ছাড়া দুনিয়া চলে না। ব্যক্তিগত ব্যাপার বলে আর কিছু নেই।