scorecardresearch
 
Advertisement
খেলা

Red Hot : লাল অন্তর্বাসে ওয়ার্ক আউট, উষ্ণতা ছড়ালেন এই টেনিস সুন্দরী!

ক্যারোলিন ওজ়িয়ানকি
  • 1/7

স্বামী ডেভিড লি'র সঙ্গে সংসার পাতবেন বলে প্রায় বছর খানেক আগে টেনিসকে বিদায় জানিয়েছিলেন ডেনমার্কের তারকা ক্যারোলিন ওজ়নিয়াকি। কিন্তু, পেশাদার টেনিস থেকে অবসর গ্রহণ করলেও আজও তিনি নিয়মিত ওয়ার্ক আউট করেন। সম্প্রতি টুইটারে তিনি তাঁর প্রাত্যহিক ওয়ার্ক আউটের একটা ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে যে লাল অন্তর্বাস পরে তিনি একটি বিশাল বড় টায়ার নিয়ে কসরত করছেন। মুহূর্তের মধ্যে ছবিটা ভাইরাল হয়ে যায়।

ক্যারোলিন ওজ়িয়ানকি
  • 2/7

১৯৯০ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন ক্যারোলিন। ২০১০ সালের ১১ অক্টোবর বিশ্ব টেনিস ক্রমতালিকায় তিনি শীর্ষস্থান দখল করেছিলেন। মাত্র ২০ বছরের মধ্যে তাঁর এই উত্থান গোটা বিশ্বকেই কার্যত চমকে দিয়েছিল।

ক্যারোলিন ওজ়িয়ানকি
  • 3/7

ফুটওয়ার্ক এবং ডিফেন্সিভ দক্ষতার কারণেই প্রসিদ্ধ ছিলেন ক্যারোলিন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওজ়নিয়াকি বিশ্বের প্রথম স্ক্যানডেনেভিয়ান মহিলা যিনি টেনিস দুনিয়ায় শীর্ষস্থান দখল করেন এবং এই শীর্ষস্থানটি তিনি ৭১ সপ্তাহ পর্যন্ত ধরে রেখেছিলেন।

Advertisement
ক্যারোলিন ওজ়িয়ানকি
  • 4/7

ওডেন্সে জন্মগ্রহণ করেন ক্যারোলিন। তাঁর মা অ্যানা পোল্যান্ডের জাতীয় মহিলা ভলিবল দলের হয়ে খেলতেন। আর বাবা পিয়োত্রেঁ খেলতেন পেশাদার ফুটবল। ফলে ছোটোবেলা থেকেই খেলাধুলোটা তাঁর রক্তে ছিল। ডেনমার্কের ফুটবল ক্লাব বোল্ডক্লাবেন ১৯০৯-এ পিয়োত্রেঁ যোগ দিয়ে, গোটা পরিবারকে এখানে নিয়ে আসেন। তাঁর দাদা প্যাট্রিক ওজ়নিয়াকিও ডেনমার্কের হয়ে পেশাদার ফুটবল খেলতেন।

ক্যারোলিন ওজ়িয়ানকি
  • 5/7

সিঙ্গলসে ৩০টি খেতাব জয় করেছেন ক্যারেলিন। ২০১৮ সালে সিমোনা হালেপকে পরাস্ত করে তিনি অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন। এছাড়া ২০১৭ সালে ট্যুর ফাইনালসে তিনি জয়লাভ করেছিলেন।

ক্যারোলিন ওজ়িয়ানকি
  • 6/7

গতবছর জানুয়ারি মাসে টেনিসকে বিদায় জানিয়েছিলেন ক্যারোলিন। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, "আমি সবসময় একটাই কথা বিশ্বাস করে এসেছি যে জীবনে এমন একটা সময় আসবে, যখন টেনিস থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিতে পারব। এবার সেই সময়টা এসে গেছে। বিগত কয়েকমাসে আমার মনে হয়েছে, জীবনে আরও অনেক কাজ করা বাকি রয়েছে। সেগুলো টেনিস কোর্টের বাইরে এসেই করতে হবে। তেমনই একটা লক্ষ্য ডেভিডকে বিয়ে করে আমার সম্পূর্ণ হয়েছে। ওর সঙ্গে এবার সংসার শুরু করা এবং গোটা বিশ্ব ঘুরে বেড়ানো আমার পরবর্তী লক্ষ্য। সেইসঙ্গে আমি আর্থারাইটিস রোগ সম্পর্কে গোটা বিশ্বে সচেতনবার্তা পৌঁছে দিতে চাই।"

ক্যারোলিন ওজ়িয়ানকি
  • 7/7

আপনাদেরও আরও জানিয়ে রাখি, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত রোরি ম্যালরয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যারোলিন। দুজনের মধ্যে এনগেডমেন্টও হয়েছিল। কিন্তু, রোরি শেষপর্যন্ত বেঁকে বসেন এবং ক্যারোলিনকে ছেড়ে চলে যান। এরপর ২০১৭ সালে NBA চ্যাম্পিয়ন ডেভিড লি'র সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন। ২০১৯ সালে তাসকানিতে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

Advertisement