Advertisement
খেলা

Photos : ইস্টবেঙ্গল তাঁবুতে বল পায়ে কাঁপালেন মদন! করলেন গোলও

  • 1/5

বুধবার ফেসবুক লাইভে এসে মদন মিত্র বলেছিলেন নিজের এক মাসের বেতন তিনি ইস্টবেঙ্গল ক্লাবের হাতে তুলে দেবেন। এদিন সেই কথা রাখতে লালহলুদ তাঁবুতে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন ইস্টবেঙ্গল তাঁবুতে লাল পঞ্জাবি ও হলুদ ধুতিতে যান।

  • 2/5

সেখানেই তিনি নিজের এক মাসের বেতন ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন। তবে এখানেই থেমে থাকেননি তিনি। ঘুরে দেখেন গোটা ইস্টবেঙ্গল চত্বর। সেখানেই মাঠে বল পায়ে নেমে পড়েন তিনি। এমনকি গোলও করেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

  • 3/5

বুধবারই ফেসবুক লাইভ করেন মদন মিত্র। সেখানে মদন মিত্র বলেন, আমি সমর্থকদের সঙ্গে একমত। আমি তাদের জানাচ্ছি, প্রয়োজন হলে আমি সমর্থকদের পাশে এসে দাঁড়াব। বহিরাগতদের হাতে বাংলার ক্লাব দেবো না। বহিরাগত বলতে প্লেনে করে যারা এসেছিল, তাদের কথা বলছি। আমি তীব্র প্রতিবাদ করছি। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান আমাদের অঙ্গ। আমরা লড়াই করব।

Advertisement
  • 4/5

মদন মিত্র বলেন ইস্টবেঙ্গল ক্লাবের এই অবস্থানকে আমি পুরো সমর্থন করছি। ক্লাব বিক্রি করা যাবে না। কোনও কোম্পানির নামে থাকবে না। আমাদের পশ্চিমবঙ্গের ক্লাব গুজরাতের  কোম্পানি কিনে নেবে তা হয় নাকি?" 

  • 5/5

প্রসঙ্গত, ইস্টবেঙ্গল ক্লাবের চত্বরে বুধবার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। ক্লাব সমর্থকরা এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। যদিও এখন পুরোদমে অচলাবস্থা কাটেনি এই ক্লাবে। 
 

Advertisement