scorecardresearch
 
Advertisement
খেলা

PHOTOS: শহরে বাংলার ব্যাটিং পরামর্শদাতা VVS Laxman, ব্যাটে শান দিলেন মনোজরা

1
  • 1/8

ইতিমধ্যেই রনজি ট্রফির দিন ঘোষণা হয়ে গিয়েছে। শুধু রনজি ট্রফি নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে একটি সংশোধিত ঘরোয়া ক্রিকেটের সময়সূচী জারি করার পর ২০২১-২২ মরশুমের জন্য একটি পুনর্নির্মাণ রনজি ট্রফি (Ranji Trophy) আগামী বছরের ৫ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে ২০ সেপ্টেম্বর থেকেই। আর সেই জন্য এবার নিজেদের অনুশীলনে আরও জোর বাড়িয়েছে বাংলা দল। এবার ব্যাটিং পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানেই প্র্যাকটিস চালাচ্ছে মনোজ তিওয়ারিরা। সোমবারই শহরে বাংলা দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন লক্ষ্মণ।

2
  • 2/8

২ অক্টোবর থেকে মোটামুটি বাংলা পুরুষদের সিনিয়র দলের খেলা শুরু হবে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হবে বাংলা দলের অভিযান। আর সেই জন্যই কোচ অরুণ লালের তত্ত্বাবধানে অনেকদিন ধরেই অনুশীলনে নেমে পড়েছিল বাংলা দল। 

3
  • 3/8

মনোজ তিওয়ারি সহ অনুষ্টুপ মজুমদার, কাজি জুনায়েদ সাফিরা এবার লক্ষ্মণের তত্ত্বাবধানে করছেন অনুশীলন। ইডেন গার্ডেন্সে সোমবার থেকে লক্ষ্মণের ব্যাটিং পরামর্শে ক্রিকেটাররা করলেন অনুশীলন।

Advertisement
4
  • 4/8

মন্ত্রী হয়ে গিয়েছেন মনোজ তিওয়ারি। তবুও ক্রিকেটটা খেলতে চান মান্নি। ফলে তিনিও দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেই যাচ্ছেন। সোমবার ইডেন গার্ডেন্সের ইন্ডোরে জমিয়ে অনুশীলন করলেন তিনি।

5
  • 5/8

সোমবার ইডেন গার্ডেন্সে ইন্ডোরে দীর্ঘক্ষণ চলে বাংলা দলের অনুশীলন। অক্টোবরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি হওয়ার পর ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই আছে বিজয় হাজারে ট্রফি (একদিনের টুর্নামেন্ট)। তবে পুরো মরশুমকেই টার্গেট করছে বাংলা দল।

6
  • 6/8

এতদিন বাংলা দল নিজেদের ফিটনেস সহ বিভিন্ন বিষয়ের ওপর জোর দিয়ে অনুশীলন চালিয়ে গেছে। কিছুদিন ধরে নেট সেশ্যন চালু করেছেন কোচ অরুণ লাল। সোমবার দলের অনুশীলনে ছিলেন অরুণ লাল সহ ভিভিএস লক্ষ্মণ, স্পিন পরামর্শদাতা উৎপল চ্যাটার্জি।

7
  • 7/8

এবার বাংলা দলের নয়া কোচিং স্টাফ এসেছে। বাংলা দলের নতুন সহকারি কোচ হয়েছেন সৌরাশিস লাহিড়ী। আছেন শিবশঙ্কর পালও। তবে প্রতিবছরই মরশুমের আগে ব্যাটিং পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণের ক্লাস করেন ক্রিকেটাররা।

Advertisement
8
  • 8/8


এখন কিছুদিন লক্ষ্মণের তত্ত্বাবধানেই প্র্যাকটিস করবেন বাংলার সিনিয়র দলের ব্যাটসম্যানরা। নয়া মরশুম ও পুরানো মরশুমের মাঝে নিজেদের ভুলটা শুধরে নেওয়াই এখন লক্ষ্য ক্রিকেটারদের। চলছে বর্ষা, তাই এবার ইডেনের ইন্ডোরেই অনুশীলন সারছেন ক্রিকেটাররা।

 

ছবির সৌজন্য- CAB Media

Advertisement