২০০৮ সাল :
আইপিএল টুর্নামেন্টের প্রথম মরশুমে চেন্নাই সুপার কিংসকে তিন উইকেটে হারিয়ে খেতাব জয় করেছিল রাজস্থান রয়্যালস। ম্যাচটি ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।
২০০৯ সাল :
ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ রানে পরাস্ত করে ডেকান চার্জার্স জয়লাভ করে।
২০১০ সাল :
চেন্নাই সুপার কিংসের বিজয়রথ চলতে শুরু করে। এই প্রথমবার আইপিএল খেতাব জয় করে চেন্নাই। ফাইনালে তারা মুম্বই ইন্ডিয়ান্সকে ২২ রানে হারায়।
২০১১ সাল :
পরের বছর আবারও চেন্নাই সুপার কিংস। ফাইনালে বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনির লড়াই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫৮ রানে হেরে যায়।
২০১২ সাল :
কলকাতা নাইট রাইডার্স। করব, লড়ব, জিতব রে থিম সং তখন শহর কলকাতার প্রত্যেকটা ঘরে ঘরে বাজছে। গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল খেতাব জয় করল কেকেআর। সেবছর ইডেন গার্ডেন্সে এসে নাচ করেছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।
২০১৩ সাল :
এর পরের বছর থেকে শুরু হয় মুম্বইয়ের জয়যাত্রা। ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে হারিয়ে জয়লাভ করে।
২০১৪ সাল :
পরের বছর আবারও কলকাতা নাইট রাইডার্স। এইবছর প্রথমবার ফাইনালে উঠতে পেরেছিল কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু, শেষ চালে কিস্তিমাত করেছিল কলকাতাই। পঞ্জাবকে গম্ভীর ব্রিগেড তিন উইকেটে হারায়।
২০১৫ সাল :
পরের বছর আবারও জয়লাভ করে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার হাতে দলের দায়িত্ব পড়তেই যেন মুম্বইয়ের হাল ফিরে যায়। ফাইনাল ম্যাচে চেন্নাইকে তারা ৪১ রানে পরাস্ত করে।
২০১৬ সাল :
ততদিনে ডেকান চার্জার্স দলের অস্তিত্ব মুছে গেছে। নতুন সূর্যোদয় হয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদের। দলের দায়িত্বে এসেছেন অজ়ি তারকা ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের নেতৃত্বেই প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারিয়ে আইপিএল খেতাব জেতে নিজ়ামবাহিনী।
২০১৭ সাল :
সেবছর নির্বাসিত থাকার কারণে আইপিএলে অংশগ্রহণ করতে পারেনি চেন্নাই সুপার কিংস। ধোনি খেলছিলেন রাইজ়িং পুনে সুপারজায়ান্টস দলের হয়ে। ফাইনালে তাঁরা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১ রানে হেরে যান।
২০১৮ সাল :
কিন্তু, পরেরবছর আবারও স্বমহিমায় ফিরে আসে চেন্নাই সুপার কিংস। ফের দেখা গেল মাহি ম্যাজিক। ফাইনালে সানরাইজ়ার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার আইপিএল খেতাব জেতে সিএসকে।
২০১৯ সাল :
গতবছর চেন্নাইয়ের ভাগ্যটা নেহাতই খারাপ ছিল। মাত্র ১ রানের জন্য তাদেরকে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়। সেইসঙ্গেই আইপিএলের সবথেকে সফল অধিনায়কের তালিকায় নাম লেখান রোহিত শর্মা। কারণ ধোনির ঝুলিতে তিনটে খেতাব থাকলেও, রোহিতের পকেটে ততক্ষণে চারটে আইপিএল ট্রফি চলে এসেছে।