scorecardresearch
 
Advertisement
খেলা

Happy Birthday Cristiano Ronaldo : আদৌ কি কলকাতা আসছেন CR7, জানা গেল এবার

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • 1/6

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম সেরা খেলোয়াড়। গতবছরের শেষের দিকেই শোনা যাচ্ছিল, তিনি নাকি ভারতে আসতে পারেন। আসতে পারেন কলকাতায়। রোনাল্ডোপ্রেমীরা সেই খবর শোনামাত্রই আনন্দে লাফাতে শুরু করেছিল। কিন্তু, তারপরেই কোভিড মহামারী গোটা বিশ্বকে স্তব্ধ করে দেয়। বাতিল করে দেওয়া হয় বহু সূচি। এখন রোনাল্ডো সমর্থকদের মনে শুধুমাত্র একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। তাহলে কি আদৌ কলকাতা আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • 2/6

বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা পীঠস্থান হল এই শহর কলকাতা। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পাশাপাশি বিশ্ব ফুটবলকেও এই শহর একই সিংহাসনে বসিয়ে রেখেছে। আগে কলকাতাবাসী শুধুমাত্র ব্রাজ়িল এবং আর্জেন্টিনাতেই দ্বিধাবিভক্ত ছিল। কিন্তু, দিন যত এগিয়েছে, ফুটবলের মান যত উন্নত হয়েছে, ততই কলকাতাবাসীদের পছন্দের তালিকাটা আরও বিস্তৃত হয়েছে। এখন সেই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভালোবাসার ডাকনাম CR7।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • 3/6

ইতিপূর্বে এই কলকাতা শহরে পা রেখেছেন বহু নামীদামী ফুটবলার। কে নেই সেই তালিকায়। পেলে থেকে মারাদোনা, গুলিট থেকে অলিভার কান সকলেই ঘুরে গেছেন ফুটবলের এই মক্কায়। এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দী লিওনেল মেসিও। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ফুটবল ডার্বি গোটা বিশ্বের কাছে যে কতটা জনপ্রিয় ছিল, সেকথা আজ আর আলাদা করে বলার দরকার পড়ে না। কিন্তু, রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনাল্ডো মোটা অঙ্কের জোরে জুভেন্তাসে যোগ দেওয়ার পরেই এই ডার্বির রং অনেকটাই ফিকে হয়ে গেছে।
 

Advertisement
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • 4/6

আজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন। ১৯৮৫ সালে আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। পর্তুগালের মাদেইরা অঞ্চলে তাঁর জন্ম হয়। অধিকাংশ সময় ফরোয়ার্ড পজ়িশনেই রোনাল্ডো খেলেন এবং তাঁর জার্সির নম্বর হল ৭। সেকারণেই তাঁকে সবাই CR7 নামে ডাকে। জাতীয় দল অর্থাৎ পর্তুগালের হয়ে তিনি এখনও পর্যন্ত ১০২টি গোল করেন। এছাড়া বিভিন্ন ক্লাব ফুটবলে তিনি ৪৬২টি গোল করেছেন। এরমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ৮৪টি গোল, রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি এবং জুভেন্তাসের হয়ে এখনও পর্যন্ত ৬৭টি গোল করেছেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • 5/6

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেকারণে তাঁকে জাতীয় কর্তব্য থেকে ছুটিও দেওয়া হয়েছিল। তবে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়েই তিনি ফের খেলা শুরু করে দেন। গোটা বিশ্বে রোনাল্ডোর সমর্থকের সংখ্যা অসংখ্য। ইতিমধ্যেই তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২৫৯ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ফলে কলকাতায় তাঁর সমর্থকদের সংখ্যা ঠিক কতটা থাকতে পারে, সেটা আপনারা আন্দাজ করতেই পারছেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • 6/6

এবার আসা যাক মোদ্দা কথায়। কবে কলকাতায় আসবেন রোনাল্ডো। গত বছর থেকেই এই জল্পনাটি ভারতীয় ফুটবলের আঙিনায় ঘোরাফেরা করছে। জানা গেছে, যে সংস্থার হাত ধরে বছর তিনেক আগে মারাদোনা কলকাতায় পা রেখেছিলেন, এবার নাকি তাঁরাই রোনাল্ডোকে কলকাতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করছেন। তবে এখনও এই ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। যতদূর শোনা যাচ্ছে, রোনাল্ডোর এজেন্টের সঙ্গে নাকি বেশ কয়েকবার এই বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু, জুভেন্তাস তারকার ব্যস্ত সময়ের কারণে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। তবে ২০২১-এ যদি তিনি কলকাতার মাটিতে পা রাখেন, তাহলে সেটা শহরবাসীর কাছে যে জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement