নিজের জন্মস্থানে ইতিহাস লিখে ফেললেন আজাজ প্যাটেল। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট তুলে নিলেন আজাজ।
স্পর্শ করছেন জিম লেকার এবং অনিল কুম্বলের রেকর্ডকে। আজাজের আগে জিম লেকার এবং কুম্বলের টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।
আজাজ গুজরাতি এবং তাঁর জন্ম মুম্বইতেই। আজাজ প্যাটেল-এর জন্ম ২১ অক্টোবর ১৯৮৮ সালে। ছোটবেলা কেটেছে মুম্বইয়ের অলিগলিতে। পরে তাঁর বাবার ব্যবসার সুবাদে তাঁরা নিউজিল্যান্ড চলে যান। তখন তাঁর বয়স ৮ বছর।
২০১৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলে তার অভিষেক হয়। ২০১৮ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের পক্ষে তার টেস্ট অভিষেক হয়। অভিষেক ম্যাচেই দ্বিতীয় ইনিংসে তিনি পাঁচ উইকেট শিকার করে শিরোনামে আসেন।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদে ২০১৮ সালের জুলাইতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি ঘোষিত নিউজিল্যান্ড টেস্ট দলে জায়গা করে নেন।
পরবর্তীতে ওই বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষেে টি২০ সিরিজেও ডাক পান। ২০১৮ সালের ৩১ অক্টোবর নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে তার টি২০ অভিষেক হয়।