Advertisement
খেলা

WWE : খোলামেলা পোশাকেই স্বচ্ছন্দ, খেলা না খেলোয়াড় কাকে দেখবেন?

  • 1/5

তিনি  WWE জগতের এক আকর্ষণীয় চরিত্র। খেলায় দক্ষতা তো রয়েইছে, তবে খেলার চেয়ে তাঁর পোশাক, শরীর আর যৌনতা দর্শকদের তাঁর খেলা দেখায় চুম্বকের মতো আটকে রাখতো। তিনি ইভা মেরি।

 

 

  • 2/5

WWE সম্প্রতি তার অনেক তারকাকে চুক্তি থেকে মুক্তি দিয়েছে। এর মধ্যে একজন ইভা মেরির নামও রয়েছে। WWE-তে ফিরে আসার মাত্র 6 মাস পর ইভা খেলার সঙ্গে যুক্ত থাকবেন না জেনে ফ্যানেদের নানা প্রতিক্রিয়া সামনে এসেছে।

 

  • 3/5

কিছু সময় রিংয়ে আগুন ঝরানোর পর, ইভা মারি ইতিমধ্যেই WWE ত্যাগ করেছিলেন এবং মডেলিংয়ের পথ ধরেছিলেন। কিন্তু 2021 সালে তিনি রিংয়ে ফিরে আসেন। যা তাঁর ফ্যানেদের খুশি করে দেয়।

 

Advertisement
  • 4/5

ইভা মারি যখন WWE তে ফিরে আসেন, তখন তিনি পাইপার নিভেনের সাথে জুটিবদ্ধ হন। কিন্তু পরবর্তীতে ডুডড্রপের সাথে তার দল গঠন করা হয়। এখন যেহেতু ইভা ডাব্লুডাব্লিউই ছেড়েছে, তারপরই ডুডড্রপ তাঁকে বিদায় সংবর্ধনা জানান।

  • 5/5

ইভার রিংয়ে বর্ণময় চরিত্র সকলে মিস করবেন বলে টুইটার, ইনস্টাগ্রামে কমেন্ট শুরু করেছেন। তাঁরা বিকল্প কিছুতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Advertisement