scorecardresearch
 
Advertisement
খেলা

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ধনশ্রী, সমস্যার কথা জানালেন চাহলের স্ত্রী

2
  • 1/8

ইনস্টাগ্রামে যুজবেন্দ্র চাহালের শ্রী ধনশ্রী ভার্মা নিজের হতাশা প্রকাশ করেছেন। তিনি ভুগছেন অবসাদে। একজনের পর, নিজের পরিবারে পর পর কোভিডে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ফলে এই নিয়েই এবার চিন্তায় রয়েছেন তিনি। চিন্তায় আছেন শ্বশুর ও শাশুড়িকে নিয়েও।

1
  • 2/8

তিনি লিখেছেন, ''‌আমার শ্বশুর ও শাশুড়ি, দুজনেরই করোনা উপসর্গ ছিল। কোভিড-১৯ পরীক্ষা করার পর দুজনের রিপোর্ট পজিটিভ আসে। শ্বশুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শাশুড়ির চিকিৎসা বাড়িতেই চলছে। খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না কি হবে।''

3
  • 3/8

তিনি আরও লিখেছেন, সব ধরণের সতর্কতা নিয়েও শ্বশুর–শাশুড়ি করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয় শ্বশুরের অবস্থা খুব একটা ভালো নয়। আমরা সবাই বেশ চিন্তায় আছি। এমনটা লিখেই নিজের হতাশা প্রকাশ করেছেন চাহাল পত্নী।

Advertisement
4
  • 4/8

IPL চলা কালিন করোনা ভাইরাসের মারণ ফাঁদে পড়েছেন বেশ কিছু ক্রিকেটাররা। চাহাল সহ ক্রিকেটারদের পরিবার বায়ো বাবলের মধ্যে থাকলেও কাজের কাজ হয়নি। অনেকেই করোনার সঙ্গে পারেননি। তবে সবাই ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠলেও চাহালের পরিবারে বেশ চাপের সময় যাচ্ছে বর্তমানে।

7
  • 5/8
8
  • 6/8

তিনি লিখেছেন, এই এপ্রিল ও মে মাস আমার জন্য খুব কঠিন ছিল। খুব টেনশনে কেটেছে প্রতিটা মুহূর্তে। কাছের দুজনকে হারিয়েছি। ধনশ্রীর ইনস্টাগ্রাম পোস্ট দেখেই বোঝা গিয়েছে বেশ অবসাদেই ভুগছেন তিনি।

6
  • 7/8

চাহাল ও ধনশ্রীকে টিভির পর্দায় বেশ হাসি-খুশি ভাবেই দেখা যায়। তবে তেমন ব্যাপার এখন নেই। বাড়ির সবার অসুখে জড়জড়িত ভারতীয় ক্রিকেটের এই দম্পতি।

Advertisement
5
  • 8/8

ভারতীয় ক্রিকেটারদের বাড়ির লোকেদের নিয়েও বেশ ভালো ব্যবস্থা করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এই সময়ও সাহায্য বোর্ডের তরফ থেকে পেলেও করোনার লড়াই একাই লড়তে হবে চাহালের পরিবারকে। ফলে সময়টা আগামীতে বেশ কঠিন হতে চলেছে তাঁদের জন্য। সেই মন খারাপের কথাই বিস্তারিত লিখে জানিয়েছেন চাহালের স্ত্রী ধনশ্রী।

Advertisement