Advertisement
খেলা

জর্জনকে আউট করার পর এই কারণেই রেগে গিয়েছিলেন কৃষ্ণা, রইল VIDEO

প্রসিদ্ধ কৃষ্ণা
  • 1/5

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে। কেকেআর শিবিরের এই জয়ে প্রসিদ্ধ কৃষ্ণার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেছেন।

প্রসিদ্ধ কৃষ্ণা
  • 2/5

এই ম্যাচ চলাকালীন প্রসিদ্ধ কৃষ্ণা এবং পঞ্জাব কিংস দলের ক্রিস জর্ডনের মধ্যে ঝামেলা দেখতে পাওয়া যায়। যদিও পঞ্জাব ইনিংসের শেষ ওভারে এই ঘটনাটা ঘটে। আসলে এই শেষ ওভারটার আগে জর্ডন ১৪ বলে ১৮ রান করে ক্রিজ়ে ছিলেন। এরপর কৃষ্ণার ওভারে জর্ডন গিয়ার বদলান এবং দুটো ছক্কা হাঁকান। কিন্তু, ওভারের চতুর্থ বলে কামব্যাক করেন কৃষ্ণা এবং জর্ডনকে ক্লিন বোল্ড করে দেন। এই সাফল্য পাওয়ার পরে দেখা যায় যে কৃষ্ণা জর্ডনকে বিদায় সম্ভাষন করছেন। কেকেআর বোলারের এমন আচরণের পালটা জবাব দেন জর্ডনও। তিনিও কৃষ্ণাকে কিছু বলেন।

প্রসিদ্ধ কৃষ্ণা
  • 3/5

জর্ডনের ব্যাটিংয়ের জন্যই ১০০ টপকেছে পঞ্জাব

এই ম্যাচে পঞ্জাবের টপ অর্ডার ব্যাটসম্যানরা যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স করেন। একটা সময় তো মনে হচ্ছিল যে পঞ্জাব দল ১০০ রানের চৌকাঠও স্পর্শ করতে পারবে না। কিন্তু, শেষ পর্যন্ত ক্রিস জর্ডন ১৮ বলে ৩০ রান করেন এবং দলের স্কোর ১২৩-য়ে তুলে নিয়ে যান। জর্ডন তাঁর এই ইনিংসকে তিনটে ছক্কা এবং একটা বাউন্ডারি দিয়ে সাজিয়েছেন।

Advertisement
প্রসিদ্ধ কৃষ্ণা
  • 4/5

জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্যমাত্রা মাথায় রেখে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। তবে কেকেআর শিবিরের শুরুটাও যথেষ্ট খারাপ হয়। মাত্র ১৭ রানের মধ্যেই প্রথম তিনটে উইকেট পড়ে যায়। কিন্তু, এরপর অধিনায়ক মরগ্যান অপরাজিত ৪৭ রানের এবং রাহুল ত্রিপাঠী ৪১ রানের অনবদ্য একটা ইনিংস খেলেন এবং ১৬.৪ ওভারেই ৫ উইকেটে জয়লাভ করে কলকাতা।

প্রসিদ্ধ কৃষ্ণা
  • 5/5

চলতি মরশুমে এটা কলকাতা নাইট রাইডার্স দলের দ্বিতীয় জয়। ছ'টা ম্যাচের মধ্যে তাদের চারটে ম্যাচ হারতে হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার পঞ্চম স্থানে রয়েছে শাহরুখ খানের এই দল। অন্যদিকে চলতি মরশুমে এটা পঞ্জাবের চতুর্থ পরাজয়। তারাও ছ'টা ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচ জিততে পেরেছে। ৪ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে প্রীতি জ়িন্টার এই দল।

Advertisement