এএফসি চ্যালেঞ্জ লিগের (FC Challenge League) প্রথম ম্যাচে নেজমে এফসি-র বিরুদ্ধে হেরে গিয়েছে বসুন্ধরা কিংস। এর জেরে গ্রুপ-এ-এর শীর্ষে চলে গেল লেবাননের ক্লাব। অন্যদিকে পারো এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে ১ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেজমে। ফলে ইস্টবেঙ্গলকে পরের রাউন্ডে যেতে হলে ম্যাচ জিততে হবে।
এএফসি চ্যালেঞ্জ লিগের শুরুতেই তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু একাধিক সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পারো এফসির বিরুদ্ধে ড্র করেছে। আর তার ফলে ১টি ম্যাচের শেষের ইস্টবেঙ্গলের ঝুলিতে ১ পয়েন্ট। গোলপার্থক্য ০। গ্রুপে দ্বিতীয় স্থানে আছে। এরপর বসুন্ধরা কিংস এবং নেজমে এসসির বিরুদ্ধে খেলবে লাল-হলুদ শিবির।
কোন কোন দল কোয়ার্টার-ফাইনালে উঠবে?
এএফসি চ্যালেঞ্জ লিগের যা নিয়ম, তাতে মোট যে পাঁচটি গ্রুপ আছে, তার মধ্যে গ্রুপ ‘এ’, ‘বি’ এবং ‘সি’ থেকে একটি করে দল কোয়ার্টারের টিকিট পাবে। সেইসঙ্গে তিনটি গ্রুপের মধ্যে সেরা রানার্স-আপ দলও কোয়ার্টার ফাইনালে উঠবে। অন্যদিকে, গ্রুপ ‘ডি’ এবং ‘ই’ থেকে দুটি করে দলকে কোয়ার্টারের টিকিট দেওয়া হবে।
কীভাবে ইস্টবেঙ্গল পরের রাউন্ডে যেতে পারে?
ইস্টবেঙ্গলকে পরের রাউন্ডে যেতে হলে ম্যাচ জিততে হবে। ড্র কোলে বা হেরে গেলে বসুন্ধরা কিংস লড়াইয়ে চলে আসতে পারে। তাই গোল খাওয়া আটকাতে হবে কলকাতার এই প্রধানকে। মনে রাখতে হবে, এএফসি কাপের ম্যাচ খেলতে ইরানে না যাওয়ায় মোহনবাগান সুপার জায়েন্ট ছিটকে গিয়েছে। ফলে এশিয়ার মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করার সুযোগ একমাত্র ইস্টবেঙ্গলের হাতেই। তাই এমন সুযোগ হারছাড়া করা চলবে না অস্কার ব্রুজোর ছেলেদের। নিজেদের ম্যাচ হয়ে যাওয়ার পরেও নাজমেহ বনাম বসুন্ধরা ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ। শুভেচ্ছা বিনিময় করেছেন নিজের পুরনো ছাত্রদের সঙ্গেও। পরের প্রতিপক্ষকে মেপে নিয়ে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনতে বদ্ধপিকর অস্কার।