টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার-১২ থেকে বিদায় নিল আফগানিস্তান (Afghanistan)। মঙ্গলবার তারা শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে ৬ উইকেটে পরাজিত হওয়ায় সেমিফাইনালে ওঠার আর কোনও আশা থাকল না। সুপার-১২-এ উঠলেও সেমিফাইনালে যাওয়া হল না রশিদ খানদের।
২০২২-এর টি২০ বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছে আফগানিস্তান। যার মধ্যে একটাও ম্যাচ জিততে পারেনি তারা। দুটি ম্যাচ হারের পাশাপাশি বাকি দুটি ম্যাচে ১ পয়েন্ট করে পেয়েছে তারা। কারণ সেই দুটি ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে যায়। বৃষ্টির জন্য মোট দুই পয়েন্ট পেয়েছে তারা। আরও একটি ম্যাচ বাকি রয়েছে তাদের। সেই ম্যাচে জিতলেও ৪ পয়েন্টে পৌঁছাবে তারা। ৪ পয়েন্ট নিয়ে আফগানরা কোনওভাবেই সেমিফাইনালে যেতে পারবে না।
আরও পড়ুন: T20 বিশ্বকাপের পর ছাঁটাই দুই ক্রিকেটার, BCCI-এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন
আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২:
ইংল্যান্ডের বিরুদ্ধে - ৫ উইকেটে হেরেছে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে - বৃষ্টির কারণে ম্যাচ বাতিল (১ পয়েন্ট)
আয়ারল্যান্ডের বিরুদ্ধে - ম্যাচ বৃষ্টির কারণে বাতিল (১ পয়েন্ট)
শ্রীলঙ্কার বিরুদ্ধে - ৬ উইকেটে হেরেছে
শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৪ রান করেন রশিদ খানরা। উইকেট কিপার গুরবাজ ২৪ বলে ২৮ রানের ইনিংস খেলে আউট হন। উসমান গনি ২৭ বলে ২৭ রান করে আউট হন। ইব্রাহিম জারদান ১৮ বলে ২২ রান করে ফেরেন। তবে এই তিন ব্যাটারের পর আর কেউই তেমন রান পাননি। নাজিমুল্লা ১৬ বলে ১৮ রান করে আউট হন। ব্যর্থ হয়েছেন রশিদ খান ও ক্যাপ্টেন নবি। ৮ বলে ১৩ রান করে ফেরেন নবি। ৮ বলে মাত্র ৯ রান করেন রশিদ খান।
আরও পড়ুন: 'ভারত বিশ্বকাপ জিততে এসেছে, আর আমরা...' চ্যালেঞ্জ সাকিবের
দারুণ বল করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। লাহিরু কুমারা চার ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট পান। একটি করে উইকেট পেয়েছেন রাজিথা ও ধনঞ্জয় ডি সিলভা।
ব্যাট হাতেও ৬৬ রানের দারুণ ইনিংস খেলেন ধনঞ্জয়। মাত্র ৪২ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ছ'টা চার আর দু'টো ছক্কা মারেন তিনি। কুশল মেন্ডিস ২৭ বলে ২৫ রান করেন। দু'টো চার একটা ছক্কা। চার ওভারে ৩১ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন রশিদ খান। মুজিবও পান দুটি উইকেট।