
টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। বুধবার অ্যাডিলেডে এই ম্যাচের আগে, টিম ইন্ডিয়াকে (Team India) কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan)। সাকিব সাংবাদিক সম্মেলনে বলেন, ''ভারত বিশ্বকাপ জিততে এসেছে, আমরা নই। টিম ইন্ডিয়াকে হারাতে পারলে বিরাট অঘটন হবে। সেজন্য আমাদের পুরো ফোকাস এই ম্যাচের দিকে।''
আগেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ
বিশ্বকাপে বিভিন্ন সময় ভারতকে হারিয়ে চমকে দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হেরে কিছুটা চাপে রয়েছে রোহিত শর্মার ভারত। ২০০৭ সালেও ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে বাংলাদেশের কাছেই হেরেই বিদায় নিতে হয়েছিল। সচিন-দ্রাবিড়-সৌরভ-ধোনির মত তারকা ক্রিকেটাররা থাকলেও সেই ম্যাচে জিততে পারেনি ভারতীয় দল।
দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ
সুপার-১২-এর লড়াইয়ে ভারত এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে। যার মধ্যে দুটিতে জিতে গিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছে তারা। বাংলাদেশও দুটি ম্যাচ জিতেছে। হেরেছে একটা ম্যাচ। তবে বাংলাদেশের সামনে দু'টি কঠিন ম্যাচ রয়েছে। ভারত ও পাকিস্তান।
আরও পড়ুন: 'বাংলার সম্পদ,' CAB প্রেসিডেন্ট হয়েই ঋদ্ধিকে ফেরার বার্তা স্নেহাশিসের
টি২০ বিশ্বকাপে পয়েন্ট টেবিলে তাই একই জায়গায় রয়েছে ভারত ও বাংলাদেশ। তবে উভয় দলের নেট রানরেটের পার্থক্য রয়েছে। এই অবস্থায় বাংলাদেশ যদি ভারতীয় দলকে হারিয়ে দিতে পারে, তবে ভারতের সেমিফাইনালে ওঠাও কঠিন হয়ে যেতে পারে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারার পর সেমিতে ভারত কি অনিশ্চিত? সৌরভ যা বললেন
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের স্কোয়াড
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (ডব্লিউকে), দীনেশ কার্তিক (উইকেটকিপার) হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।
বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, আফিফ হোসেন, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, মোসাদ্দিক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মো. ইয়াসির আলী চৌধুরী।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: মহম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, সাব্বির রহমান।