বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2023) ফাইনালের জন্য দল ঘোষণা করে ফেলল ভারতীয় দল (Team India)। দলে ফিরলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। চলতি আইপিএল-এ স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। দলে রয়েছেন চেতেশ্বর পূজারাও। ভারতীয় দলে ফের সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকট (Jaydev Unadkat)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সে ভাবে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে আগুন ঝরিয়েছেন এই বাঁ হাতি পেসার। দারুণ বোলিং করে সৌরাষ্ট্রকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করেছেন তিনি।
বাদ গেলেন সূর্যকুমার
কিছুদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া (Australia)। আইপিএল (IPL) শেষ হলেই অনুষ্ঠিত হবে WTC ফাইনাল। লন্ডনের ওভালে ৭ জুন থেকে ১১ জুন ওভালে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরম্যান্সের পর অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে দলে ফিরেছেন। বাদ পড়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অলরাউন্ডার শার্দুল ঠাকুরকেও (Shardul Thakur) ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে। বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট (Jaydev Unadkat) ৫ জনের পেস আক্রমণে জায়গা ধরে রেখেছেন।তাঁর সঙ্গে মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং উমেশ যাদবও (Umesh Yadav) রয়েছেন।
আরও পড়ুন: 'ভিক্ষা নয়, সম্মান চাই,' টিম ইন্ডিয়ার পাক সফর নিয়ে PCB
ঋষভ পন্তের অনুপস্থিতিতে উইকেটকিপিং করবেন শ্রীকর ভরত (Srikar Bharat)। শুভমান গিল অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন বলে আশা করা হচ্ছে। দলে রয়েছেন কেএল রাহুলও (KL Rahul)। তবে বাদ পড়েছেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে (Border Gavaskar Trophy) সুযোগ পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশান (Ishan Kishan)।
আরও পড়ুন: 'বিরাট' ধাক্কা, কোহলিকে ২৪ লক্ষ টাকা ফাইন করল IPL, কেন?
ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।