scorecardresearch
 

IPL 2023: ৫ রানে ৫ উইকেট, MI-এর হয়ে প্লে অফে একাধিক রেকর্ড মাধওয়ালের

লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে দারুণ বল করে নজর কেড়েছেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)। সাড়ে তিন ওভার বল করে ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন আকাশ। শুধু তাই নয়, একাধিক রেকর্ডও গড়েছেন তিনি। এই বছরেই পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে অভিষেক হয় আকাশের। এখনও পর্যন্ত ৭টি আইপিএল ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। একই সময়ে, তিনি প্রথম শ্রেণি, লিস্ট এ এবং টি-টোয়েন্টিতে মোট ৬৭ উইকেট নিয়েছেন।

Advertisement
আকাশ মাধওয়াল আকাশ মাধওয়াল
হাইলাইটস
  • প্লে অফে একাধিক রেকর্ড গড়লেন মাধওয়াল
  • ৫ রানেই নিলেন ৫ উইকেট

লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে দারুণ বল করে নজর কেড়েছেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)। সাড়ে তিন ওভার বল করে ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন আকাশ। শুধু তাই নয়, একাধিক রেকর্ডও গড়েছেন তিনি। এই বছরেই পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে অভিষেক হয় আকাশের। এখনও পর্যন্ত ৭টি আইপিএল ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। একই সময়ে, তিনি প্রথম শ্রেণি, লিস্ট এ এবং টি-টোয়েন্টিতে মোট ৬৭ উইকেট নিয়েছেন।
 

১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন আকাশ
আইপিএলে প্লে অফ ম্যাচে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার আকাশ মাধওয়াল। এর আগে, ডগ বলিঙ্গা ২০১০ প্লে অফে (সেমিফাইনাল) চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ উইকেট নিয়েছিলেন, যা ছিল সর্বকালের সেরা পারফরম্যান্স। 
 

আইপিএল প্লে অফে সেরা বোলিং
৫/৫ - আকাশ মাধওয়াল (MI) বনাম LSG, চেন্নাই, ২০২৩
৪/১৩ - ডগ বলিঙ্গার (CSK) বনাম ডেকান চার্জার্স, মুম্বাই ডি ওয়াই পাতিল, ২০১০ SF
৪/১৪ – জসপ্রীত বুমরা (MI) বনাম দিল্লি, দুবাই, ২০২০ কোয়ালিফায়ার ১
৪/১৪ - ধাওয়াল কুলকার্নি (GL) বনাম RCB, বেঙ্গালুরু, ২০১৬ কোয়ালিফায়ার ১

আরও পড়ুন: LSG-কে গুড়িয়ে দিয়ে একাই ৫ উইকেট, টেনিস বলের ক্রিকেট থেকে IPL-এ নায়ক আকাশ

অনিল কুম্বলেকে ছুঁয়ে ফেললেন আকাশ 
২০০৯ সালে কুম্বলে ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আর এবার তাঁকেই ছুঁয়ে ফেললেন আকাশ মাধওয়াল। সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন লখনউ বোলার। এক্ষেত্রে কুম্বলেকেও ছাড়িয়ে গেলেন তিনি। তাঁর ইকনমি রেট ১.৪। যেখানে প্রাক্তন লেগ স্পিনারের ইকোনমি রেট ছিল ১.৫৭।  
 

আরও পড়ুন: ৩টে রান আউট, মাধওয়ালের দুরন্ত বোলিং-এ IPL থেকে ছিটকে গেল LSG

Advertisement

আইপিএলে সেরা ইকোনমি রেট সহ ৫ উইকেটের রেকর্ড

৫/৫ (ইকোনমি রেট: ১.৪) - আকাশ মাধওয়াল (MI) বনাম LSG, চেন্নাই, ২০২৩
৫/৫ (ইকোনমি রেট: ১.৫৭) - অনিল কুম্বলে (RCB) বনাম RR, কেপ টাউন, ২০০৯
৫/১০ (ইকোনমি রেট: ২.৫০) - জসপ্রীত বুমরা (MI) বনাম কেকেআর, মুম্বই ডিওয়াই পাটিল, ২০২২
 

মুনাফ প্যাটেলের রেকর্ডও ভেঙেছেন আকাশ
মাধওয়ালও আইপিএলে চার বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় যোগ দিয়েছেন। তিনি লিগের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন। ২০১২ সালে, একই কীর্তি মুনাফ প্যাটেল করেছিলেন। আইপিএলে টানা দুই ম্যাচে চার উইকেট নেওয়া মুম্বাইয়ের দ্বিতীয় খেলোয়াড় তিনি।  


আনক্যাপড প্লেয়ার হিসেবে রেকর্ড গড়লেন আকাশ
আনক্যাপড প্লেয়ার হিসেবেও রেকর্ড গড়েছেন আকাশ। এই তালিকায় রয়েছেন অঙ্কিত রাজপুত, বরুণ চক্রবর্তী ও উমরান মালিক। এদের মধ্যে উমরান ইতিমধ্যেই ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। এবার মুম্বই-এর আকাশও কি ভারতীয় দলে সুযোগ পাবেন? 
৫/৫ - আকাশ মাধওয়াল (MI) বনাম LSG, চেন্নাই, ২০২৩
৫/১৪ - অঙ্কিত রাজপুত (KXIP) বনাম SRH, হায়দরাবাদ, ২০১৮
৫/২০ - বরুণ চক্রবর্তী (KKR) বনাম DC, আবুধাবি, ২০২০
৫/২৫ - উমরান মালিক (SRH) বনাম জিটি, মুম্বই ওয়াংখেড়ে, ২০২২ 

Advertisement