scorecardresearch
 

Amitabh Bachchan in Riyadh Match: ভারতের গর্ব, এমবাপে-মেসি-রোনাল্ডোদের সঙ্গে যখন দেখা হল বিগ বি-র, VIDEO

বৃহস্পতিবার রাতে রিয়াধে লিওনেল মেসির (Lionel Messi) পিএসজি-র (PSG) বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) রিয়াধ এফসি (Riyadh FC)। গোটা বিশ্বের নজর তখন এই ম্যাচের দিকে। সেই ম্যাচেই প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড (Bollywood) শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। 

Advertisement
মেসি-রোনাল্ডোর সঙ্গে হাত মেলালেন বিগ বি মেসি-রোনাল্ডোর সঙ্গে হাত মেলালেন বিগ বি
হাইলাইটস
  • মেসি ও রোনাল্ডোর সঙ্গে হাত মেলালেন অমিতাভ
  • ভাইরাল ভিডিও

বৃহস্পতিবার রাতে রিয়াধে লিওনেল মেসির (Lionel Messi) পিএসজি-র (PSG) বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) রিয়াধ এফসি (Riyadh FC)। গোটা বিশ্বের নজর তখন এই ম্যাচের দিকে। সেই ম্যাচেই প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড (Bollywood) শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। 

ম্যাচ শুরু হওয়ার আগে টেলিভিশনের পর্দায় অমিতাভ বচ্চনকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ভারতের ফ্যানরা। আবারও বিশ্বের মঞ্চে সম্মানিত হলেন কোনও ভারতীয়। পিএসজি-র সিইও আল-খেলাইফিকে দেখা যায় অমিতাভ বচ্চনের পাশে। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত অমিতাভ মেসি-রোনাল্ডোদের (Messi vs Ronaldo) সঙ্গে হাত মেলান, পরিচিত হন। এই  ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিগ বি নিজেও। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  


 
অমিতাভ বচ্চনের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। ম্যাচ শুরু হওয়ার আগে সৌদি আরবের রিয়াধে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে মেসি-রোনাল্ডোদের পাশাপাশি আলো ছড়ালেন বিগ বিও (Big B)। তিন বছর পর মুখোমুখি দুই মহাতারকা। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ ঘিরে দারুণ উৎসাহ ছিল। দুই তারকার সঙ্গে হাত মেলানোর পাশাপাশি কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় অমিতাভ বচ্চনকে। 

আরও পড়ুন: ৯ গোলের থ্রিলার রিয়াধে, রোনাল্ডোদের বিরুদ্ধে ৫-৪ গোলে জয় মেসিদের

Advertisement

ম্যাচ শুরু হওয়ার পর থেকেই একের পর এক গোল হতে থাকে ম্যাচে। পরতে পরতে নাটক। ৩ মিনিটে গোল করেন মেসি (Lionel Messi Scored)। দুটো গোল করেন রোনাল্ডোও। তবে দ্বিতীয়ার্ধে দুই তারকাকেই তুলে নেওয়া হয়। ম্যাচে মোট নয় গোল হয়। ৫-৪ ব্যবধানে জেতে পিএসজি। 

আরও পড়ুন: মেয়ে কুস্তিগীরদের সঙ্গে কী করেন WFI প্রধান-ঠিক কী অভিযোগ?

পর্দায় মেসি ও রোনাল্ডোকে দেখা যেতেই দর্শকদের উৎসাহ দেখা যায়। তবে ম্যাচে লাল কার্ড দেখেন পিএসজি-র হুয়ান বার্নেট। রোনাল্ডো উঠে যেতেই ঝাঁজ উধাও রিয়াধের দলের। ১০ জনে খেলেও ৫-৪ গোলে ম্যাচ জেতে পিএসজি। টান্টান উত্তেজনার মধ্যে চলতে থাকা ম্যাচে দারুণ কিছু মুহূর্ত ভারতের ফ্যানদের দারুণ আনন্দ দিয়েছে। একের পর এক গোল দেখে উচ্ছ্বসিত সমর্থকরা।    


 

Advertisement