scorecardresearch
 

Anwar Ali Controversy: আনোয়ার ইস্যুতে সরাসরি ফিফায় যাবে ইস্টবেঙ্গল? যা জানাল ক্লাব

আইএসএল শুরুর ঠিক দুইদিন আগেই বড় সমস্যায় ইষ্টবেঙ্গল। জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলিকে চার মাসের নির্বাসন দিয়েছে ফোরেশনের প্লেয়ার স্টেটাস কমিটি। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। সে সময় তাঁরা জানিয়েছিলেন, ফিফায় যাবেন। তবে, প্লেয়ার স্টেটাস কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে কি সরাসরি ফিফায় আবেদন জানানো যায়? জেনে নিন আপিলের নিয়মটা কী?

Advertisement
আনোয়ার আলি আনোয়ার আলি

আইএসএল শুরুর ঠিক দুইদিন আগেই বড় সমস্যায় ইষ্টবেঙ্গল। জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলিকে চার মাসের নির্বাসন দিয়েছে ফোরেশনের প্লেয়ার স্টেটাস কমিটি। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। সে সময় তাঁরা জানিয়েছিলেন, ফিফায় যাবেন। তবে, প্লেয়ার স্টেটাস কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে কি সরাসরি ফিফায় আবেদন জানানো যায়? জেনে নিন আপিলের নিয়মটা কী?

নিয়ম ঠিক কী?
আপিল করতে গেলে, ফিফায় যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই ঠিকই। তবে ফেডারেশনকে ডিঙিয়ে ফিফায় গেলে সমস্যা হতে পারে। সেই কারণে যুদ্ধকালীন তৎপরতায় বৈঠকে বসেছিলেন ক্লাব কর্তারা। রাত সাড়ে আটটা অবধি চলে এই বৈঠক। মূলত ইস্টবেঙ্গলের দাবি, জরিমানার টাকা ঠিক করে দিতে পারে না প্লেয়ার স্টেটাস কমিটি। 

সন্ধ্যায় ক্লাব তাঁবুতে বসে কর্তা দেবব্রত সরকার বলেন, 'আমরা আইনজীবীদের জানিয়েছি। ওরা কাল সকালে আলোচনা করবে। আবেদনের জায়গা যখন আছে তখন নিশ্চয়ই করা হবে। পরবর্তীতে ফিফায় যাওয়া হবে কিনা সেটাও ওরাই ঠিক করবে। আনোয়ারকে আমরা দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করিয়েছি। ও তো খেলবে ইস্টবেঙ্গলেই। আমরা জরিমানা দেব কিনা সেটা সময় বলবে। যতদূর জানি প্লেয়ার স্ট্যাটাস কমিটি জরিমানা ধার্য করতে পারে না, সেটাই ওরা করেছে।' দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ জানান, 'এই রায়ের পরিপ্রেক্ষিতে একটাই কথা বলতে পারি, আমাদের নিজস্ব পরিকল্পনা  রয়েছে। সেভাবেই এগোব। দ্রুত সমস্যা মিটে যাবে।' 

আরও পড়ুন


কী কী শাস্তি ঘোষণা করা হয়েছে?
আনোয়ারের চার মাসের ব্যানের পাশাপাশি আইএসএল শুরুর মুখে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। তাদের দু'টি ট্রান্সফার উইন্ডো ব্যান হল। অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ও পরের মরসুমে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে কোনও ফুটবলার সই করাতে পারবে না লাল-হলুদ ক্লাব। অর্থাৎ শুধু এই মরসুম নয়, পরের মরসুম শুরুর আগেও কোনও ফুটবলার সই করাতে পারবে না তারা। এই ধরনের শাস্তিকে নজীরবিহীন বলেই মনে করছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। একই শাস্তি পেয়েছে দিল্লি এফসি-ও। শুধু তাই বড় অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হবে তাদের। 

Advertisement

কত টাকা জরিমানা দিতে হবে?
প্লেয়ার স্টেটাস কমিটি ১২ কোটি ৯০ লক্ষ টাকা দিতে বলেছে মোহনবাগানকে। যা সত্যি ভারতীয় ফুটবলের নিরিখে বিরাট অঙ্কের জরিমানা। শাস্তি হতে চলেছে ধরে নিয়ে কিছুদিন আগেই এর বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল। এবার সেই আপিল তারা করেন কিনা সেটাই এখন দেখার। 

 

Advertisement