Anwar Ali: রবিবারই মাঠে আনোয়ার, মোহন-কর্তাকে 'জলহস্তি' খোঁচা দিল্লি এফসি-র?

আনোয়ার আলি (Anwar Ali) ইস্যুতে বিতর্ক গড়িয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) অবধি। আদালতের নির্দেশে ফের প্লেয়ার স্টেটাস কমিটি শুনানি শুরু করেছে। ফলে যতদিন প্লেয়ার স্টেটাস কমিটি নতুন নির্দেশ না দিচ্ছে, ততদিন ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলতে পারবেন আনোয়ার। এরপরেই মোহনবাগান (Mohun Bagan) কর্তাদের তীব্র আক্রমণ করেন পঞ্জাব এফসি (Punjab FC) কর্তা রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক কর্তাকে 'জলহস্তির' সঙ্গে তুলনা করে বসেন তিনি। তবে কাকে তিনি এমন মন্তব্য করেছেন তা জানাননি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement
রবিবারই মাঠে আনোয়ার, মোহন-কর্তাকে 'জলহস্তি' খোঁচা দিল্লি এফসি-র?anwar ali

আনোয়ার আলি (Anwar Ali) ইস্যুতে বিতর্ক গড়িয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) অবধি। আদালতের নির্দেশে ফের প্লেয়ার স্টেটাস কমিটি শুনানি শুরু করেছে। ফলে যতদিন প্লেয়ার স্টেটাস কমিটি নতুন নির্দেশ না দিচ্ছে, ততদিন ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলতে পারবেন আনোয়ার। এরপরেই মোহনবাগান (Mohun Bagan) কর্তাদের তীব্র আক্রমণ করেন পঞ্জাব এফসি (Punjab FC) কর্তা রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক কর্তাকে 'জলহস্তির' সঙ্গে তুলনা করে বসেন তিনি। তবে কাকে তিনি এমন মন্তব্য করেছেন তা জানাননি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্য আনোয়ারকে পেয়ে খুশি। সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান কর্তা ও সমর্থকদের কটাক্ষ করতে ছাড়ছেন না তাঁরা। দলের ডিফেন্স নিয়ে চিন্তা ছিল তাদের। স্টপার কে খেলবেন তা নিয়ে সংশয় ছিল। আনোয়ার খেলতে পারবেন কিনা তা বুঝতে না পেরে কার্লেস কুয়াদ্রাত জিকসন সিং-কে অনুশীলনে স্টপার হিসেবে খেলাচ্ছিলেন। আনোয়ার দলে আসায় সেই সমস্যায় পড়তে হবে না কার্লেস কুয়াদ্রাতকে।  

রবিবার আনোয়ারের অভিষেক?

রবিবার কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে অভিষেক হতে পারে আনোয়ারের। লালচুংনুজা গত ম্যাচে লাল কার্ড দেখেছেন। ফলে তিনি এই ম্যাচে খেলবেন না। তাঁর জায়গায় নিয়ে আসা হতে পারে আনোয়ারকে। দুই সাইড ব্যাক নিশু কুমার এবং প্রভাত লাকরা আগেই চোটের আওতায়। রাকিপ শেষ দু'দিন অনুশীলন করছেন না। কেরালা ম্যাচে রাকিপ খেলতে না পারলে, রাইটব্যাক খেলবেন গুরসিমরাত সিং গিল।

ফিরছে ইউস্তে-আনোয়ার জুটি  
গত মরশুমে মোহনবাগানের হয়ে দুরন্ত পারফর্ম করেছে এই জুটি। এমনকি লিগের সেরা একাদশেও ছিলেন তাঁরা। সবুজ-মেরুনের পর এবার ইস্টবেঙ্গলেও শুরু হতে চলেছে হেক্টর-আনোয়ারের যুগ। এমনিতে মরশুমের শুরু থেকেই রক্ষণ নিয়ে রীতিমতো চাপে রয়েছেন কুয়াদ্রাত। ডুরান্ডে শিলং লাজং তো বটেই, পরে এসিএল ২-এর যোগ্যতা অর্জন পর্বেও আলটিন আসির এবং আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে রক্ষণের ভুলেই হারতে হয়েছে তাঁর দলকে। সেই সঙ্গেই চোট সমস্যায় দলের সব ডিফেন্ডারকে হাতে পাচ্ছেন না কুয়াদ্রাত। 

Advertisement

আনোয়ারকে পাওয়ায় খবর নিশ্চিতভাবেই চিন্তা কমাবে কার্লেস কুয়াদ্রাতের। কারণ এই তরুণ ডিফেন্ডার খেললে সেন্ট্রাল ডিফেন্সে জোড়া বিদেশি খেলানোর প্রয়োজন হবে না। ফলে কেরালা ম্যাচে মাদিহ তালালকে শুরু থেকেই খেলাতে পারবে ইস্টবেঙ্গল। আপাতত তাই রবিবাসরীয় ম্যাচের দিকে তাকিয়ে কোচ তো বটেই, সমর্থকরাও। 

POST A COMMENT
Advertisement