
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। দুর্নীতি (Corruption), ব্যক্তিগত সুযোগ-সুবিধালাভ (Personal Gain and Benefits) এবং দলবাজির (Groupism) মতো গুরুতর অভিযোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে।
তার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দফতরে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করলেন অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থার সভাপতি গোপালকৃষ্ণ কোসারাজু। তিনি নালিশ ঠুকেছেন ফেডারেশন সচিব সাজি প্রভাকরণের (Shaji Prabhakaran) বিরুদ্ধেও।গোপালকৃষ্ণের অভিযোগ, কার্যকরী কমিটির অনুমোদন ছাড়াই এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ (AFC Asian Championship) আয়োজনের বিডিং থেকে ভারতের নাম প্রত্যাহার করে নিয়েছে এআইএফএফ। প্রসঙ্গত, ২০২৭ সালে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাওয়ার জন্য ইরান (Iran), সৌদি আরব (Saudi Arab), কাতারের (Qatar) সঙ্গে দৌড়ে ছিল ভারতও। কিন্তু আশ্চর্যজনকভাবে বিডিং থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কল্যাণ, সাজিরা।
আরও পড়ুন: রহিম আলির জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি চাইল চেন্নাইয়েন, নিতে পারবে ইস্টবেঙ্গল?
এ প্রসঙ্গে গোপালকৃষ্ণের আরও অভিযোগ, যেভাবে বিডিং থেকে নাম প্রত্যাহার করা হয়েছে তাতে আন্তর্জাতিক ফুটবল মহলে দেশের মুখ পুড়েছে। ভবিষ্যতে এর জেরে অলিম্পিক, এশিয়ান চ্যাম্পিয়নশিপ-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের বিডিংয়ে ভারতের সম্ভাবনা ধাক্কা খাবে। সৌদি আরব ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে এআইএফএফ সভাপতি ও সচিবের গোপন আঁতাঁত রয়েছে বলেও অভিযোগ অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থার প্রধানের। যে কারণে বিডিং থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: তিন দশক পর লিগ জিতল মারাদোনার ক্লাব, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নাপোলিতে; VIDEO
এখানেই শেষ নয়, এ বছর সন্তোষ ট্রফি সৌদি আরবের মাটিতে আয়োজন করা নিয়েও সোচ্চার হয়েছেন গোপালকৃষ্ণ। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অন্ধ্রের ফুটবল কর্তার অভিযোগ, ‘‘সন্তোষ ট্রফির মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ম্যাচ বিদেশের মাটিতে আয়োজন করার বিষয়টি কেন্দ্রীয় সরকার, ক্রীড়ামন্ত্রক এবং এআইএফএফ-এর কার্যকরী কমিটির অনুমোদন ছাড়াই হয়েছে। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ফেডারেশনের উপরও আর্থিক বোঝা চেপেছে।’’যদিও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগে আলোড়ন পড়ে গিয়েছে ভারতীয় ফুটবলে।