
কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) শেষবার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নামবেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর কাছে প্রত্যাশা অনেক বেশি আর্জেন্টাইন সমর্থকদের। নিজের শেষ বিশ্বকাপে দেশকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন তারকা ফুটবলার। শুক্রবার রাতেই দল ঘোষণা করে দেয় আর্জেন্টিনা (Argentina)। তারপর এক সাক্ষাৎকারে দল নিয়ে নিজের চিন্তা ভাবনার কথা জানান মেসি।
বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে আর্জেন্টিনা (Argentina)। কাতারে মহারণের আগে অধিনায়ক লিওনেল মেসিকে (Lionel Messi) চাপে ফেলে দিল তাঁর ছেলে থিয়াগো মেসি। ইতিমধ্যেই বিশ্বকাপ ফুটবল নিয়ে রীতিমত গবেষনা শুরু করে দিয়েছে সে। মেসি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'থিয়েগো এবারের বিশ্বকাপ নিয়ে খুব চিন্তিত। সারাদিন এটা নিয়ে ভাবছে। আমাদের ম্যাচ, প্রতিপক্ষ নিয়ে গবেষণা করে চলেছে। ও আমার চাপটা আরও বাড়িয়ে দিচ্ছে।'
আরও পড়ুন: মেসি-রোনাল্ডোই নন, এটাই শেষ বিশ্বকাপ এই তারকাদেরও : PHOTOS
লিওনেল মেসির ভক্ত গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে, এই অবস্থায় প্রত্যাশা চাপে অনেক বেশি তা স্বীকার করে নিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। তিনি বলেন, ''প্রত্যাশা চাপ তো থাকবেই। সে জন্যই আমাদের সতর্ক থাকতে হবে। আমরা স্বপ্ন দেখছি। তবে বাস্তবটাও জানি। এটা বিশ্বকাপ, এখানে একটা ছোট ভুল সমস্ত কিছু শেষ করে দিতে পারে। প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত আমাদের একই ছন্দে খেলে যেতে হবে আমাদের দলটা কিন্তু ঠিক এভাবেই খেলে।''
আরও পড়ুন: অ্যাটাকই বিশ্বকাপের ব্রাজিলের শক্তি, দুর্বল জায়গা কী?
২০১৪ বিশ্বকাপে অল্পের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে হয়েছিল মেসিদের আলেহেন্দ্রো সাবেরার দলের সঙ্গে এবারের দলের মিল আছে কি না জানতে চাওয়া হলে, মেসি বলেন, ''২০১৪ দলের সঙ্গে এবারের দলের অনেক মিল দেখতে পাচ্ছি। এই দলটাও সেবারের মতো করে করা হয়েছে। মানসিকভাবে দু'টো দল প্রায় একই জায়গাতে রয়েছে। বিশ্বকাপের শেষ পর্যন্ত ২০১৪ সালের দলটা যেভাবে এগিয়েছিল এই দলটাও সেরকমই কিছু করার ক্ষমতা রাখে। তবে প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। সেটা জিততে পারলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো জিততে সুবিধা হয়।"