scorecardresearch
 

Argentina Crowd after World Cup 2022 Win: ভিড় না জনসমুদ্র? আর্জেন্টিনার রাস্তার যে ছবি VIRAL

আজ আর্জেন্টিনায় লিওনেল মেসিরা ফিরছেন। কিন্তু আর্জেন্টিনায় উত্‍সব শুরু হয়ে গিয়েছে তাদের দেশ বিশ্বকাপ জেতার পর থেকেই। যেদিন ফ্রান্সকে হারিয়ে মেসিরা বিশ্বকাপ জিতলেন, সে দিন রাজধানী বুয়েনস আয়ার্সে রাস্তায় নামলেন কয়েক লক্ষ মানুষ। সেই ভিড়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল। 

Advertisement
মেসিদের জন্য উত্‍সব আর্জেন্টিনায় মেসিদের জন্য উত্‍সব আর্জেন্টিনায়

কাতারে বিশ্বকাপ (FIFA World Cup 2022) জয়ের পরেই লিওনেল মেসি (Lionel Messi) বলেছিলেন, 'দেশে ফেরার জন্য আর তর সইছে না।' মেসি, দি মারিয়াদের জন্য যে আর্জেন্টিনায় (Argentina) এহেন সংবর্ধনা অপেক্ষা করছে, তা হয়তো ঠাওর করতে পারেননি খোদ LM10-ও। 

আজ আর্জেন্টিনায় লিওনেল মেসিরা ফিরছেন। কিন্তু আর্জেন্টিনায় উত্‍সব শুরু হয়ে গিয়েছে তাদের দেশ বিশ্বকাপ জেতার পর থেকেই। যেদিন ফ্রান্সকে হারিয়ে মেসিরা বিশ্বকাপ জিতলেন, সে দিন রাজধানী বুয়েনস আয়ার্সে রাস্তায় নামলেন কয়েক লক্ষ মানুষ। সেই ভিড়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল। 

আর্জেন্টিনা ফিরলেন মেসিরা
আর্জেন্টিনা ফিরলেন মেসিরা
মেসিদের জন্য উত্‍সব আর্জেন্টিনায়
মেসিদের জন্য উত্‍সব আর্জেন্টিনায়

জানা গিয়েছে, ফ্রান্সকে হারিয়ে ফাইনাল জেতার পরে বুয়েনস আয়ার্সে ১০ লক্ষ মানুষ রাস্তায় নামেন। সবার হাতে লিওনেল মেসির পোস্টার ও বিয়ারের গ্লাস। বুয়েনস আয়ার্সের একটি উঁচু বিল্ডিং জুড়ে লিওনেল মেসির বিশালাকার ছবি ফুটে উঠেছে। তারই নীচে জড়ো হয়েছেন ১০ লক্ষের বেশি মানুষ।

মেসিদের জন্য উত্‍সব আর্জেন্টিনায়
মেসিদের জন্য উত্‍সব আর্জেন্টিনায়

আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমে মেসি বলেছেন, 'অবিশ্বাস্য লাগছে। যা হয়েছে সেটা বিশ্বাসই করতে পারছি না। বিশ্বকাপ জেতার থেকে আনন্দের মুহূর্ত আর কিছুতে নেই। আমার হাতের ট্রফিটা দেখুন। কী সুন্দর লাগছে। বিশ্বকাপ জেতার জন্যে মরিয়া হয়েছিলাম। ঈশ্বর হয়তো আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চাইছিলেন। মনেও হচ্ছিল যে আমাদের হাতেই কাপটা উঠবে। আগে অনেক কষ্ট সইতে হয়েছে আমাদের। সব কষ্টের শেষ হল আজ।'

গত রবিবার রাতে ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন মেসি। 

Advertisement

আরও পড়ুন: Emiliano Martinez: গোল্ডেন গ্লাভস জিতে মার্টিনেজ ওটা কী করলেন? বিশ্বজুড়ে বিতর্ক

আরও পড়ুন: FIFA World Cup 2022: আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস, কলকাতায় সেলিব্রেশন; মেসিকে অভিনন্দন মোদীর

Advertisement