scorecardresearch
 

Asia Cup 2022 Arshdeep Singh: পাকিস্তান ম্যাচে ক্যাচ ফেলা অর্শদীপ 'গদ্দার', VIDEO ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে দেখা যাচ্ছে হোটেল থেকে টিম বাসে উঠতে যাচ্ছেন অর্শদীপ সিং। এমন সময় এক ব্যক্তি তাঁকে 'দেশদ্রোহী' বলে গালাগাল করেন।

Advertisement
অর্শদীপ সিং অর্শদীপ সিং
হাইলাইটস
  • এশিয়া কাপ থেকে বিদায়ের মুখে ভারত
  • পরপর দুই ম্যাচে হার ভারতের

এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে পরপর দুই ম্যাচে ভারতের হারের পর ফ্যানরা বেশ ক্ষুব্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহজ ক্যাচ ধরতে না পেরে বিরাট সমালোচানার মুখে পড়েছিলেন অর্শদীপ সিং (Arshdeep Singh) । আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে সাত রান ডিফেন্ড করতে ব্যর্থ হন ভারতের তরুণ পেস বোলার। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে দেখা যাচ্ছে হোটেল থেকে টিম বাসে উঠতে যাচ্ছেন অর্শদীপ সিং। এমন সময় এক ব্যক্তি তাঁকে 'দেশদ্রোহী' বলে গালাগাল করেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ফেলে দেওয়ার জন্য। এই সময়, অর্শদীপ সিংকে বাসে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকেন।

এরপর নিরাপত্তারক্ষীরা তৎপর হয়ে ওঠেন। সেই সময়, সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে বাস থেকে দূরে নিয়ে যান। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে দেন টিম ইন্ডিয়ার তরুণ বোলার। এই ম্যাচ হেরে যাওয়ার ফলে চাপে পড়তে হয় টিম ইন্ডিয়াকে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন করে ফেলে ভারতীয় দল। 

আরও পড়ুন: 'ও আমার সন্তানের বাবা,' NBA প্লেয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পর্নস্টারের

এই ম্যাচের পরে, অর্শদীপকে সোশ্যাল মিডিয়ায় নিশানা করা হয়। যদিও টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটাররা অর্শদীপ সিং-এর পাশে দাঁড়ান। প্রথমে বিরাট কোহলি, পরে রোহিত শর্মা খোলাখুলি বলেছেন যে ক্যাচ পড়ে যাওয়া খেলার একটি অংশ, এমন পরিস্থিতিতে কাউকে নিশানা করা ঠিক নয়। খেলোয়াড়দের কাজ হল তাদের ভুল থেকে শিক্ষা নেওয়া, সেগুলি নিয়ে কাজ করা এবং এগিয়ে যাওয়া।

Advertisement

আরও পড়ুন:  রোহিতে রাগ, শ্রীলঙ্কার কাছে হারের পর ট্যুইটারে ট্রেন্ডিং #SackRohit

তাৎপর্যপূর্ণভাবে, শ্রীলঙ্কা ও পাকিস্তান উভয়ের বিরুদ্ধেই শেষ ওভারে হেরে যেতে হয় ভারতকে। অর্শদীপ সিং উভয় ম্যাচেই শেষ ওভারটি করেছিলেন, অর্শদীপকে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে ৬ রান এবং শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারে ৭ রান বাঁচাতে হয়েছিল। দুইবারই পঞ্চম বল অবধি ম্যাচ নিয়ে যান তিনি। একের পর এক ইয়র্কার করে বিপক্ষের ব্যাটারদের চাপে রাখেন তিনি।       

Advertisement