Asia Cup 2022: পন্ত নন, ঊর্বশীর মনের মানুষ কি এই পাক বোলার? ইনস্টা পোস্টে জল্পনা

একটা সময় শোনা গিয়েছিল, ভারতীয় অভিনেত্রীর সঙ্গে 'সম্পর্ক' রয়েছে ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্তের (Rishabh Pant)। এই নিয়ে নানা জলঘোলা হয়। যদিও কেউই কারোর নাম নেননি।

Advertisement
পন্ত নন, ঊর্বশীর মনের মানুষ কি এই পাক বোলার? ইনস্টা পোস্টে জল্পনানাসিম শাহ, ঊর্বশী ও ঋশভ
হাইলাইটস
  • পাক বোলারের প্রেমে পড়েছেন ঊর্বশী?
  • বলিউড তারকার পোস্ট নিয়ে জল্পনা

এবার কি পাকিস্তান বোলার নাসিম শাহের (Naseem Shah) প্রেমে পড়লেন ঊর্বশী রাওতেলা (Urvashi Rautela)? এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের লড়াই চলাকালীন ভারতীয় অভিনেত্রী একটি ভিডিও তাঁর স্টোরিতে শেয়ার করেন। সেখানে নাসিম শাহের পাশাপাশি দেখা যাচ্ছে ঊর্বশীকে। একটা সময় শোনা গিয়েছিল, ভারতীয় অভিনেত্রীর সঙ্গে 'সম্পর্ক' রয়েছে ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্তের (Rishabh Pant)। এই নিয়ে নানা জলঘোলা হয়। যদিও কেউই কারোর নাম নেননি। পন্ত এই সম্পর্কের কথা অস্বীকার করলেও ঊর্বশীর দাবি ছিল, তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন 'আরপি' বলে একজন।

ভিডিওতে কী রয়েছে
ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ভিডিও শেয়ার করেন ঊর্বশী। দেখা যাচ্ছে গ্যালারিতে বসে রয়েছেন তিনি। আর মাঠে খেলছেন নাসিম। ব্যাক গ্রাউন্ডে বাজছে পাক গায়ক আতিফ আসলামের একটি গান। নাসিম শাহের ফ্যান পেজ থেকেও এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে ঊর্বশীকে। 

আরও পড়ুন: 'ও আমার সন্তানের বাবা,' NBA প্লেয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পর্নস্টারের

পন্তের সঙ্গে কী হয়েছিল
নাম না করে এক সাক্ষাৎকারে ঊর্বশী জানান, কয়েক বছর আগে আরপি নামের একজন তাঁর সঙ্গে দেখা করতে হোটেলে অপেক্ষা করছিলেন। ঊর্বশী তাঁর কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে ঘুম ভাঙলে মুম্বইতে তাঁর সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দেন। এই ভিডিও ভাইরাল হতেই ঋষভ পন্তও পাল্টা দেন। ভারতের উইকেট কিপার ব্যাটার বলেন, 'জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ কত মিথ্যে কথা বলে। আমার পিছন ছেড়ে দাও বোন।' থেমে থাকেননি ঊর্বশীও। কটাক্ষ করে তিনি বলেন, 'ছোটু ভাইয়া তুমি ব্যাট-বল খেলো'।

আরও পড়ুন: ফের মাঠে মেহতাব VS ব্যারেটো, মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে সৌরভও?

ঊর্বশী নাকি ক্রিকেট দেখেন না
এর আগে এক সাক্ষাৎকারে ভারতের অভিনেত্রী জানিয়েছিলেন তিনি ক্রিকেট দেখেন না। সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি ছাড়া অন্য কোনও ক্রিকেটারকে তিনি চেনেনই না। তবে এবার এশিয়া কাপ দেখতে দুবাই পৌঁছে গিয়েছিলেন ঊর্বশী। এক নয়, একাধিক ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন তিনি। বারবার টেলিভিশনের ক্যামেরায় ভেসে উঠেছে তাঁর মুখ। তবে নেটিজেনদের ধারনা এবার আর ভারতীয় কোনও ক্রিকেটার নয় পাক ক্রিকেটারের প্রেমে পড়েছেন ভারতের অভিনেত্রী।   
               

Advertisement

POST A COMMENT
Advertisement