scorecardresearch
 

Asia Cup Schedule: ঘরের মাঠে ফাইনাল খেলতে পারবেন না বাবররা, এশিয়া কাপে কোন ৪ ম্যাচ পাকিস্তানে?

এশিয়া কাপ (Asia Cup 2023) পাকিস্তান (Pakistan) আয়োজন করলেও মাত্র চারটি ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে পারবে পিসিবি (PCB)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিয়েছে। এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ৩১ আগস্ট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের দাবি মেনে নিয়েই হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement
বাবর আজম ও রোহিত শর্মা বাবর আজম ও রোহিত শর্মা

এশিয়া কাপ (Asia Cup 2023) পাকিস্তান (Pakistan) আয়োজন করলেও মাত্র চারটি ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে পারবে পিসিবি (PCB)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিয়েছে। এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ৩১ আগস্ট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের দাবি মেনে নিয়েই হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে।
 

সুপার ফোর ও ফাইনাল ম্যাচ পাকিস্তানে হবে না
এশিয়া কাপে গ্রুপ পর্ব ছাড়া পাকিস্তানে সুপার-৪-এর ম্যাচ হওয়া খুবই কঠিন। কারণ, কোন দল সুপার-ফোরে উঠবে আর কোন দল উঠবে না তা আগে থেকে বলা যায় না। এমন পরিস্থিতিতে সুপার-৪-এ কোন দল কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাও জানা যায়নি। একই কারণে ফাইনাল ম্যাচও শ্রীলঙ্কায় হতে পারে। এবারের সব ম্যাচই হবে দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কায়। তবে এর আয়োজক পাকিস্তানই। এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানসহ মোট ৬টি দলের মধ্যে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ফাইনাল ম্যাচও, সেই ম্যাচটাও সম্ভবত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। 

এই টুর্নামেন্টে পাকিস্তান মাত্র ৪টি ম্যাচ আয়োজন করবে, বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ৬টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। কিন্তু এখনও সম্পূর্ণ সূচী ঘোষণা করা হয়নি। তাই সবচেয়ে বড় বিষয় হল, পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ৪টি ম্যাচ কাদের কাদের মধ্যে হবে। কারণ বিসিসিআই ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাবে না। ফলে পাকিস্তানে কোনও ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। ভারত ও পাকিস্তান একই গ্রুপে। এমন পরিস্থিতিতে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পরই জানা যাবে কোন কোন ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। 
 

Advertisement

পাকিস্তান কোন ৪টি ম্যাচ আয়োজন করবে?
এশিয়া কাপের তারিখ ঘোষণায় খুশি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে যে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এটা সত্যি হলে ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ খেলতে পারবে পাকিস্তান। পাকিস্তান আয়োজিত চারটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন: এশিয়া কাপে পন্ত? টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন দুই তারকা
 

পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে সম্ভাব্য ৪টি ম্যাচ
- পাকিস্তান বনাম নেপাল
- বাংলাদেশ বনাম আফগানিস্তান
- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
আরও পড়ুন: এশিয়া কাপে ধাক্কা পাকিস্তানের, বেশিরভাগ ম্য়াচই শ্রীলঙ্কায়

উদ্বোধনী ম্যাচ (গ্রুপ পর্ব) পাকিস্তানে অনুষ্ঠিত হবে
পিসিবি তার টুইটে লিখেছে, 'এশিয়া কাপ আবার পাকিস্তানে ফিরেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেলটি অনুমোদিত হয়েছে। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এর উদ্বোধনী ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

Advertisement