Asia Cup Hockey 2025: এগিয়ে গিয়েও হার, পাকিস্তানের জায়গায় খেলতে এসে কপাল পুড়ল বাংলাদেশের

পাকিস্তান (Pakistan Hockey Team) এশিয়া কাপে (Asia Cup Hockey 2025) খেলতে আসতে পারেনি। ভারতে অনুষ্ঠিত হকি এশিয়া কাপে তাদের জায়গায় খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলতে নেমেই, হেরে গেল তারা। মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ৪-১ গোলে হেরে গেল বাংলাদেশ। তবে শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে দারুণভাবে লড়াইয়ে ফেরত আসে মালয়েশিয়া।

Advertisement
এগিয়ে গিয়েও হার, পাকিস্তানের জায়গায় খেলতে এসে কপাল পুড়ল বাংলাদেশের বাংলাদেশ বনাম মালয়েশিয়া

পাকিস্তান (Pakistan Hockey Team) এশিয়া কাপে (Asia Cup Hockey 2025) খেলতে আসতে পারেনি। ভারতে অনুষ্ঠিত হকি এশিয়া কাপে তাদের জায়গায় খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলতে নেমেই, হেরে গেল তারা। মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ৪-১ গোলে হেরে গেল বাংলাদেশ। তবে শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে দারুণভাবে লড়াইয়ে ফেরত আসে মালয়েশিয়া। 

শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে, বিশ্বের ১২ তম র‍্যাঙ্কিংয়ে থাকা মালয়েশিয়া আশরান হামসানি ২৫ মিনিটে, আখিমুল্লাহ আনুয়ার ৩৬ মিনিটে, মুহাজির আব্দুল রউফ ৪৮ মিনিটে তিনটি ফিল্ড গোল করেন। সৈয়দ চোলান ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান পেনাল্টি কর্নার থেকে। 

পরপর গোল করে ম্যাচ জেতে মালয়েশিয়া
তবে, ১৬তম মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে ২৯তম স্থান অধিকারী বাংলাদেশ দল এগিয়ে যায়। তবে মালয়েশিয়া খেলায় ফেরার চেষ্টা নিয়ে আক্রমণ শুরু করে এবং হাফটাইমের পাঁচ মিনিট আগে হামসানির সূক্ষ্ম ফিল্ড স্ট্রাইক করে সমতা ফেরান। ধীরগতির শুরু সত্ত্বেও, মালয়েশিয়া তাদের আধিপত্য বজায় রেখে শেষ কোয়ার্টারে আরও তিনটি গোল করে - দুটি ফিল্ড প্লে থেকে এবং একটি সেট পিস থেকে গোল করে আরামদায়ক জয় নিশ্চিত করে। 

মালয়েশিয়া ম্যাচে চারটি পেনাল্টি কর্নারের মধ্যে মাত্র একটি ব্যবহার করলেও, বাংলাদেশ দুটি মাত্র পেনাল্টি কর্নার আদায় করে। সেখান থেকে  একটা মাত্র গোল করতে পারলেও, তা জেতার জন্য যথেষ্ট ছিল না। মালয়েশিয়া আগামী শনিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং পাঁচবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে, অন্যদিকে বাংলাদেশ দিনের শুরুতে চাইনিজ তাইপের মুখোমুখি হবে। 

শুক্রবার পুল এ-এর ম্যাচে, জাপান কাজাখস্তানের মুখোমুখি হবে এবং ভারতের বিপক্ষে দিনের খেলা শেষ হবে চীনের বিপক্ষে। এশিয়া কাপ হল আগামী বছরের FIH বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট, যা ১৪ থেকে ৩০ আগস্ট বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে যৌথভাবে আয়োজিত হবে।  

Advertisement

POST A COMMENT
Advertisement