scorecardresearch
 

India vs Pakistan Asia Cup: এশিয়া কাপের সূচী নিয়ে অসন্তোষ, PCB-কে কড়া জবাব জয় শাহদের

নাজাম শেঠির অভিযোগ, জয় শাহ কোনোও আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানি বোর্ড এবারের এশিয়া কাপের আয়োজক। তবুও পিসিবিকে সেই টুর্নামেন্ট নিয়ে একটাও কথা বলা হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও নাজাম শেঠির এসব অভিযোগের যোগ্য জবাব দিয়েছে। যার পর আর কিছু বলতে পারেননি পিসিবি কর্তা।

Advertisement
নাজাম শেঠি ও জয় শাহ নাজাম শেঠি ও জয় শাহ
হাইলাইটস
  • এশিয়া কাপের সূচী প্রকাশ করায় ক্ষোভ পিসিবি-র
  • পাল্টা দিল এসিসি

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) সভাপতি জয় শাহ (Jay Shah) বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এশিয়া কাপ (Asia Cup) এবং পরবর্তী দুই বছরের (২০২৩-২৪) সময়সূচী প্রকাশ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) অভিযোগ তাদের না জানিয়েই সোশ্যাল মিডিয়ায় এই সূচী প্রকাশ করেছে এসিসি। এমন আচরণে ক্ষুব্ধ পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন।  

নাজাম শেঠির অভিযোগ, জয় শাহ কোনোও আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানি বোর্ড এবারের এশিয়া কাপের আয়োজক। তবুও পিসিবিকে সেই টুর্নামেন্ট নিয়ে একটাও কথা বলা হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও নাজাম শেঠির এসব অভিযোগের যোগ্য জবাব দিয়েছে। যার পর আর কিছু বলতে পারেননি পিসিবি কর্তা।

আরও পড়ুন: কোহলি-রোহিতদের জন্য T20-র দরজা বন্ধ? কোচ দ্রাবিড়ের ইঙ্গিত 'তাত্‍পর্যপূর্ণ'

সূচী প্রকাশ করার সমস্ত সদস্য দেশকেই ই-মেলের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। এসিসি জানিয়েছে যে ২২ ডিসেম্বর ২০২২-এ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি ই-মেইলের মাধ্যমেও এই বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো পরামর্শ বা জবাব পাওয়া যায়নি। এরপর নিয়ম অনুযায়ী এই সূচী প্রকাশ করেছেন জয় শাহ। 

কী বললেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি?

জয় শাহ টুইট করে সূচি প্রকাশ করেছিলেন। এর প্রতিক্রিয়ায় নাজাম শেঠিও টুইট করেন। সেখানে ক্ষুব্ধ পাক ক্রিকেট কর্তা লেখেন, 'এসিসি-র কাঠামো এবং ক্যালেন্ডার একতরফাভাবে প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ জয় শাহ। এশিয়া কাপ ২০২৩ এর আয়োজক পাকিস্তান। তাই আমরা এটার সঙ্গে যুক্ত, সূচী প্রকাশের আগে আমাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। এবার আপনি আমাদের PSL 2023 এর কাঠামো এবং সূচীও প্রকাশ করে দিতে পারেন।'

Advertisement

আরও পড়ুন: ঋষভ পন্থের লিগামেন্ট সার্জারি, কতটা ঝুঁকি? পুরোপুরি সেরে ওঠা সম্ভব?

শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলছে এসিসি

এই ঘটনার পরে বিবৃতি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও। এসিসি তাদের বিবৃতিতে বলেছে, 'আমরা দেখছি যে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, এসিসি চেয়ারম্যান একতরফা সিদ্ধান্ত নিয়ে আগামী দুই বছরের জন্য ক্যালেন্ডার তৈরি করে প্রকাশ করেছেন। এ ক্ষেত্রে এসিসি স্পষ্ট করতে চায়, নিয়ম মেনেই যা করার করা হয়েছে। এসিসি-র সভায় এই ক্যালেন্ডার পাস হয়েছে। এই সভাটি ১৩ ডিসেম্বর ২০২২-এ অনুষ্ঠিত হয়েছিল।' 

এসিসি আরও জানিয়েছে, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সহ অন্যান্য সদস্য দেশগুলিকেও ই-মেইলের মাধ্যমে ক্যালেন্ডার সম্পর্কে জানানো হয়েছিল। গত বছরের ২২ ডিসেম্বর এই মেলগুলি করা হয়েছিল। কিছু সদস্য দেশ এর উত্তরও দিয়েছে এবং প্রয়োজনীয় পরামর্শও দিয়েছে। কিন্তু পিসিবি থেকে কোনো পরামর্শ বা মন্তব্য আসেনি। তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাজাম শেঠির বক্তব্য ভিত্তিহীন।' 

TAGS:
Advertisement