জুয়ান ফেরান্দোর মতোই বার্সেলোনার আরও এক স্প্যানিশ কোচকে সই করাল এটিকে মোহনবাগান। তাঁকে এবার যুব দলের দায়িত্ব দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সফল ভাবে কাজ করার পর এবার কলকাতায় আসতে চলেছেন জোসেফ রোমা গিলবার্ট। এই মরশুমে এটিকে মোহনবাগানের অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৫ দলের কোচ হিসেবে কাজ করবেন তিনি। মূলত বয়স ভিত্তিক দলেই কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে জোসেফের।
বর্তমানে জোসেফ সৌদি আরবের ক্লাব আল হিলালের অনূর্ধ্ব ১৭ দলের হেড কোচ হিসেবে কাজ করছেন জোসেফ। উয়েফা এ লাইসেন্স রয়েছে জোসেফের। প্রায় উনিশ বছর যুব দল ও বিশ্ববিদ্যালয়ের ফুটবলারদের নিয়ে কাজ করেছেন তিনি। তাঁর হাত ধরেই বিশ্বের বহু তারকা ফুটবলারের জীবন শুরু হয়েছে। সার্জিও গোমেজ, কুকারেলা, ইলাইক্স মরিবা, আরাউ তেনাসের মত বড় ফুটবলার উঠে এসেছে তাঁর হাত ধরে।
আরও পড়ুন: বাটলারদের হারিয়েই বাজিমাত, ICC ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ৩ উঠে এল ভারত
এটিকে মোহনবাগান যুব দল সাজান হচ্ছে নতুন করে। বেশ কিছুদিন ধরেই ট্রায়াল চলছে এটিকে মোহনবাগানের। আসলে নিজেদের যুব দল ঢেলে সাজাতে চাইছে তাঁরা। তৃণমূল স্তর থেকে ফুটবলারদের তুলে আনতে চাইছে সবুজ-মেরুন শিবির। চূড়ান্ত দলে কারা সুযোগ পাবেন তা ঠিক করবেন জুয়ান ফেরান্দো, জোসেফ ও অন্যান্য কোচরা। জুনিয়র স্তর থেকেই ভাল মানের ফুটবলার তুলে নিয়ে আসা শুধু নয়, ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায় অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে তাঁদের খেলানোর জন্য তৈরি করতে চায় এটিকে মোহনবাগান। এর আগে কোচ জুয়ান ফেরান্ডো ইঙ্গিত দিয়েছিলেন, স্প্যানিশ কোনও প্রশিক্ষকই এই যুব দলের দায়িত্ব নেবেন। যুব দল থেকে মূল দলে খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব নেবেন ফেরান্ডো ও জোসেফ।
আরও পড়ুন: 'প্রথম বলেই বুঝেছিলাম...' ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের রহস্য ফাঁস বুমরার
আরও পড়ুন: এই সপ্তাহে হবে না সই, ট্রান্সফার ব্যান নিয়েও সমস্যায় ইস্টবেঙ্গল
যুব দল ঢেলে সাজানোর পাশাপাশি বিদেশি স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছে এটিকে মোহনবাগান। আসলে ভাল মানের স্ট্রাইকার পেতে হলে আগেই তার জন্য ঝাঁপাতে হত এটিকে মোহনবাগানকে। তবে তা তাঁরা করেনি। এখন ভাল মানের স্ট্রাইকার পেতে হলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাদের আনতে হবে। নয়ত ভারতীয় স্ট্রাইকারদের উপরেই গোটা মরশুমে না হলেও অন্তত জানুয়ারির ট্রান্সফার উইন্ডো অবধি ভরসা করতে হবে।