scorecardresearch
 

India vs England 1st ODI: 'প্রথম বলেই বুঝেছিলাম...' ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের রহস্য ফাঁস বুমরার

ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা ছিলেন এই জয়ের কাণ্ডারি, তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। বুমরা প্রথম ম্যাচে ৭.২ ওভার বোলিং করেন। মাত্র ১৯ রান দিয়ে ৬টি বড় উইকেট তুলে নেন। ম্যাচের পর বুমরা জানিয়েছিলেন কীভাবে তিনি এই ছয়টি উইকেট তুলেছেন।

Advertisement
জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরা
হাইলাইটস
  • একাই ৬ উইকেট তুলে নেন বুমরা
  • ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দারুণ শুরু ভারতের

ইংল্যান্ডকে তাদের ঘরে মাঠেই বাজে ভাবে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথমে ওয়ানডে ম্যাচে ইংলিশ দল গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। এরপর কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ভারতের পেসাররা।ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ছিলেন এই জয়ের কাণ্ডারি, তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। বুমরা প্রথম ম্যাচে ৭.২ ওভার বোলিং করেন। মাত্র ১৯ রান দিয়ে ৬টি বড় উইকেট তুলে নেন। ম্যাচের পর বুমরা জানিয়েছিলেন কীভাবে তিনি এই ছয়টি উইকেট তুলেছেন।

'পিচ শুরু থেকেই আমাদের অনেক সাহায্য করেছে'
ম্যাচের পর বুমরাহ বলেছেন, 'যখন এখানে সুইং এবং সীম মুভমেন্ট থাকে, তখন সাদা বলের ক্রিকেটে এটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। আমরা শুরু থেকেই এখানে অনেক সাহায্য পেয়েছি, যা নিয়ে খুব খুশি। আমি যখন প্রথম বলটি করি, তখনই কিছুটা সুইং দেখেছিলাম।'

আরও পড়ুন: বাটলারদের হারিয়েই বাজিমাত, ICC ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ৩ উঠে এল ভারত

বুমরা আরও বলেন, 'বল যখন নিজে থেকে কিছু করে, তখন বেশি চেষ্টা করার প্রয়োজন নেই। কিন্তু যখন উইকেট ফ্ল্যাট থাকে, তখনই বোলারের আসল পরীক্ষা। শামি প্রথম ওভার করার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছিল ফুলার লেংথ বল এখানে করা যেতে পারে, কারণ পিচ থেকে সাহায্য পাওয়া যাচ্ছিল।''

আরও পড়ুন: ৪৪ ওভারেই শেষ প্রথম ওয়ান ডে, শুরুতে বুম বুম, শেষে রো-হিটে সহজ জয়
প্রথম ওভারের পরেই পন্তের সঙ্গে কথা বলেন বুমরা। ঠিক করেন ফুল লেংথ বল করতে থাকবেন। পন্তের অসাধরণ ক্যাচ নিয়ে বুমরা বলেছেন, 'পন্ত আমার সঙ্গে কথা বলেছে, ও বলেছে আমাদের ফুল লেংথ বল করে যেতে হবে। আমি ওর জন্য খুশি। যখন বল ঘোরে, স্লিপ, কভার এবং কিপারকে খুব সক্রিয় হয়ে ওঠে। আমিও পন্তের জন্য খুব খুশি।''

আরও পড়ুন: টোল কর্মীকে কেন চড় কষালেন? The Great Khali বললেন...
 
ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড দল। দলের পক্ষে অধিনায়ক জস বাটলার মাত্র ৩০ রান করতে পারেন। বুমরা ছাড়াও মহম্মদ শামি তিনটি উইকেট নেন। জবাবে ১১৪ রান করে টিম ইন্ডিয়া ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়। ওপেনার রোহিত শর্মা ৭৬ ও শিখর ধাওয়ান ৩১ রানে অপরাজিত থাকেন।

Advertisement