scorecardresearch
 

East Bengal on Mohun Bagan ISL Champion: মোহনবাগানের জয়ের পরই নিজের ক্লাবকে নিয়ে বিস্ফোরক ইস্টবেঙ্গল কর্তা

মোহনবগান (Mohun Bagan) আইএসএল চ্যাম্পিয়ন (ISL Champion) হওয়ার পরেই বিস্ফোরক ইস্টবেঙ্গলের (East Bengal) কর্তা কল্যাণ মজুমদার। খারাপ সময় চলছে ইস্টবেঙ্গলের। আর সেই সময় এখনই কাটার নয়। এমনটাই মত তাঁর। কেন বারেবারে ব্যর্থ হতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে? এই ব্যাপারে মুখ খুলতেই বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ।

Advertisement
ইস্টবেঙ্গল ক্লাব ও মোহনবাগানের সেলিব্রেশন ইস্টবেঙ্গল ক্লাব ও মোহনবাগানের সেলিব্রেশন
হাইলাইটস
  • ইস্টবেঙ্গল কর্তার বিস্ফোরক অভিযোগ
  • মুখ খুললেন কল্যাণ

মোহনবগান (Mohun Bagan) আইএসএল চ্যাম্পিয়ন (ISL Champion) হওয়ার পরেই বিস্ফোরক ইস্টবেঙ্গলের (East Bengal) কর্তা কল্যাণ মজুমদার। খারাপ সময় চলছে ইস্টবেঙ্গলের। আর সেই সময় এখনই কাটার নয়। এমনটাই মত তাঁর। কেন বারেবারে ব্যর্থ হতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে? এই ব্যাপারে মুখ খুলতেই বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ।

'একনায়কতন্ত্র চলছে'
'ইস্টবেঙ্গলে একনায়কতন্ত্র চলছে।' এমনটাই মত কল্যাণের। রবিবার যে সময় সকলেই মোহনবাগানের সেলিব্রেশন নিয়ে ব্যস্ত তখনই রাগে ফুঁসছেন ইস্টবেঙ্গল কর্তা। লাগাতার খারাপ পারফরম্যান্স নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল। bangla.aajatak.in-কে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ বলেন, 'আমাদের পারফরম্যান্স অনেকদিন ধরেই খারাপ। এটা নতুন কিছু নয়। এখন তো আমাদের হাতে ফুটবল নেই। ইমামিই সবটা দেখছে। একনায়কতন্ত্র চলছে। ওরা যা বলছে আমাদের মেনে নিতে হচ্ছে।' মোহনবাগানকে যদিও অভিনন্দন জানিয়েছে ইস্টবেঙ্গল। তিনি বলেন, 'মোহনবাগানকে অভিনন্দন। আমরা তা জানিয়েছি। এটা নিয়ে কী বলব?' নিজেদের দলের হাল নিয়ে কল্যাণ বলেন, 'আমরা ইমামিকে বলেছি, প্লেয়ারদের তালিকাও দিয়েছি। ২২ তারিখ এই ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমরা তালিকা দিলেই তো হবে না। ওদের শুনতে হবে। একাধিকবার এমন হয়েছে, আমরা কিছু বলেছি ওরা এড়িয়ে গিয়েছে।' 

মোহনবাগানের নামের আগে এটিকে সরাতে দারুণ খুশি সবুজ-মেরুন সমর্থকরা। এ নিয়েও খোঁচা দিয়েছেন কল্যাণ। তিনি বলেন, 'এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। জানি না কেন ওরা এটিকের সঙ্গে গিয়েছিল। আবার কেনই বাঁ সেই নাম ওরা পরিবর্তন করল।' বারে বারেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কল্যাণ। আর এদিনও তার ব্যাতিক্রম হল না। আবারও বিতর্কিত মন্তব্য করে বসলেন ইস্টবেঙ্গল কর্তা। 

আইএসএল চলাকালীনই ইমামির সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছিল ইস্টবেঙ্গলের। আর এবার কল্যাণের মন্তব্য সেই ফাটলকে আরও বাড়িয়ে দেয় কিনা সেটাই এখন দেখার। এর আগে বোর্ড মিটিং-এর জন্য ক্লাব কর্তারা সময় দিচ্ছেন না বলে অভিযোগ করেছিল ইমামি। পাল্টা দিয়েছিলেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর দাবি ছিল, দীর্ঘদিন মিটিং-এ বসার কথা থাকলেও সময় দিতে পারেননি ইমামি কর্তারা। তার জেরেই অবিশ্বাসের বাতাবরন তৈরি হয় ইস্টবেঙ্গলে। কীভাবে কাটবে এই জটিলতা এখনও তার উত্তর মেলেনি।     

Advertisement

  

Advertisement