scorecardresearch
 

ATK Mohun Bagan: জুয়ানের ওপর আস্থা হারাচ্ছে এটিকে মোহনবাগান, দায়িত্বে কে আসছেন?

জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলের খেলায় খুশি নয় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া সত্ত্বেও কেন দল পারফর্ম করতে পারছে না। সেটাই এখন প্রশ্ন এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের। তাঁর জায়গায় এবার এফসি গোয়ার কোচ সের্জিও লোবেরোর সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে তারা। এমনটাই সূত্রের খবর। একের পর এক ডার্বি জিতলেও সবুজ-মেরুন সমর্থকদের স্বপ্ন সফল করতে ব্যর্থ হয়েছেন জুয়ান।

Advertisement
জুয়ান ফেরান্দো জুয়ান ফেরান্দো
হাইলাইটস
  • জুয়ান ফেরান্দোর দল নিয়ে খুশি নয় এটিকে মোহনবাগান
  • কে দায়িত্বে আসছেন?

জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলের খেলায় খুশি নয় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া সত্ত্বেও কেন দল পারফর্ম করতে পারছে না। সেটাই এখন প্রশ্ন এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের। তাঁর জায়গায় এবার এফসি গোয়ার কোচ সের্জিও লোবেরোর সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে তারা। এমনটাই সূত্রের খবর। একের পর এক ডার্বি জিতলেও সবুজ-মেরুন সমর্থকদের স্বপ্ন সফল করতে ব্যর্থ হয়েছেন জুয়ান।

এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন জুয়ান। মোহনবাগান কোচ জানিয়েছলেন, তিনি এবারে দলকে নিয়ে আশাবাদী। তাঁরা লিগ পর্বে শীর্ষে থেকে লিগ শিল্ড জিতবেন। তবে তা হয়নি। লিগ টেবিলের ১০ নম্বরে থাকা জামসেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। 

আরও পড়ুন: ISL-এর সবচেয়ে দামি দল মোহনবাগান, তা-ও পারফরম্যান্সে হতশ্রী দশা কেন?

সুযোগ থাকলেও স্ট্রাইকার সই করাননি জুয়ান। ফলে গোল খরায় ভুগতে হয়েছে এটিকে মোহনবাগানকে। হুগো বুমোস (Hugo Boumous) খেলতে না পারলে সেই সমস্যা আরও বেড়ে গিয়েছে। দলের ফুটবলারদের চোট নিঃসন্দেহে সমস্যা তৈরি করেছে। তবে বিদেশি ফুটবলার সই করানোর ক্ষেত্রেও ভুল হয়েছে ফেরান্দোর। ফ্রেডরিকো গালেগো (Federico Gallego) ক্রিয়েটিভ মিডফিল্ডার। আগেও আইএসএল-এ খেলেছেন। তবে তিনি চোট পেয়ে চলে যাওয়া জনি কাউকোর বিকল্প হয়ে উঠতে পারেননি।

সের্জিও লোবেরা
সের্জিও লোবেরা

আরও পড়ুন: লিগের ১০ নম্বরে থাকা জামসেদপুরের বিরুদ্ধে ড্র করে মান বাঁচাল মোহনবাগান

কোনও কোনও ম্যাচে প্রাধান্য নিয়ে খেললেও স্ট্রাইকারের অভাবে গোল আসছে না। ফলে ভাল খেললেও পয়েন্ট আসছে না ঘরে। যার ফলে প্লে অফে যাওয়ার সহজ লড়াইটাও কঠিন হয়ে যাচ্ছে এটিকে মোহনবাগানের কাছে। আর সেই কারণেই ফেরান্দোকে চাপে রাখতে চাইছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। সেই জন্যই লোবেরোর সঙ্গে কথাবার্তা বলছে মোহনবাগান। যদিও কিছুই এখনও ঠিক হয়নি। সরকারি ঘোষণা এই মরশুমে হবে না। যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে নতুন মরশুমে সবুজ-মেরুনের কোচ হতে পারেন লোবেরো। 

Advertisement

এর আগে মুম্বই সিটি এফসি-র হয়েও দারুণ কোচিং করিয়েছিলেন লোবেরা। সেবার এটিকে মোহনবাগানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। এরপর গোয়া দলের দায়িত্ব নেন তিনি। যদিও শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে কথাবার্তা চলছে চিনের ক্লাব সিচুয়ান জিউনিউ-এর সঙ্গেও। এর মাঝে এটিকে মোহনবাগানের প্রস্তাবে লোবেরা রাজি হন কি না সেটাই এখন দেখার।  

       

Advertisement