scorecardresearch
 

ATK Mohun Bagan: ISL-এর সবচেয়ে দামি দল মোহনবাগান, তা-ও পারফরম্যান্সে হতশ্রী দশা কেন?

এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবারের আইএসএল-এ (ISL) সবচেয়ে দামি দল। তবুও আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না সবুজ-মেরুন। প্লে অফে এখনও নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেনি তারা। গত দেড় বছর ধরে দলের দায়িত্বে রয়েছেন জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। কিন্তু এখনও যেন দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি তিনি। ফলে বারেবারে পয়েন্ট নষ্ট করতে হচ্ছে তাঁকে।

Advertisement
মোহনবাগান সমর্থক মোহনবাগান সমর্থক
হাইলাইটস
  • এখনও প্লে অফে নিশ্চিত নয় এটিকে মোহনবাগান
  • আশানুরূপ পারফর্ম করতে পারছে না মোহনবাগান

এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবারের আইএসএল-এ (ISL) সবচেয়ে দামি দল। তবুও আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না সবুজ-মেরুন। প্লে অফে এখনও নিজেদের জায়গা নিশ্চিত করতে পারেনি তারা। গত দেড় বছর ধরে দলের দায়িত্বে রয়েছেন জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। কিন্তু এখনও যেন দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি তিনি। ফলে বারেবারে পয়েন্ট নষ্ট করতে হচ্ছে তাঁকে।

শীর্ষে থাকার লক্ষ্য সফল হয়নি
এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন জুয়ান। মোহনবাগান কোচ জানিয়েছলেন, তিনি এবারে দলকে নিয়ে আশাবাদী। তাঁরা লিগ পর্বে শীর্ষে থেকে লিগ শিল্ড জিতবেন। তবে তা হয়নি। লিগ টেবিলের ১০ নম্বরে থাকা জামসেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। 

আরও পড়ুন: আল নাসেরের জার্সিতে প্রথম হ্যাটট্রিক, ক্লাব ফুটবলে গোলের রেকর্ড রোনাল্ডোর

সমস্যা কোথায়?
ভারতীয় ফুটবলে স্ট্রাইকার না থাকলে গোল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যে কোনও দলকে। পাশাপাশি ডিফেন্সেও সজাগ থাকতে হয়, সেই লিড ধরে রাখার জন্য। কিন্তু এবারের আইএসএল-এ গোল খরায় ভুগেছে দল। হুগো বুমোস (Hugo Boumous) খেলতে না পারলে সেই সমস্যা আরও বেড়ে গিয়েছে। দলের ফুটবলারদের চোট নিঃসন্দেহে সমস্যা তৈরি করেছে। তবে বিদেশি ফুটবলার সই করানোর ক্ষেত্রেও ভুল হয়েছে ফেরান্দোর। ফ্রেডরিকো গালেগো (Federico Gallego) ক্রিয়েটিভ মিডফিল্ডার। আগেও আইএসএল-এ খেলেছেন। তবে তিনি চোট পেয়ে চলে যাওয়া জনি কাউকোর বিকল্প হয়ে উঠতে পারেননি। 

আরও পড়ুন: লিগের ১০ নম্বরে থাকা জামসেদপুরের বিরুদ্ধে ড্র করে মান বাঁচাল মোহনবাগান
চোট-আঘাত সমস্যা

শুরু থেকেই চোট-আঘাত সমস্যায় ভুগতে হয়েছে এটিকে মোহনবাগানকে। স্বদেশী-বিদেশি মিলিয়ে একাধিক ফুটবলার চোটের কবলে পড়েছেন এই মরশুমে। জনি কাউকো, ফ্লোরেন্টিন পোগবারা চোট পেয়ে গোটা মরশুমের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। একাধিকবার ভারতীয় ফুটবলারদেরও গুরুত্বপূর্ণ ম্যাচে পাননি সবুজ-মেরুন কোচ। 

Advertisement


লিস্টনদের গোল করার দক্ষতার অভাব
লিস্টন কোলাসো, মনবীর সিংরা গোল করতে পারছেন না। গত মরশুমে তাঁরা যে ছন্দে ছিলেন, এই মরশুমে তার ধারে কাছেও নেই। ফলে গোল করার ক্ষেত্রে একমাত্র দিমিত্রি পেত্রাতসের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে মোহনবাগানকে। তিনি আটকে গেলে বিপক্ষের জালে বল ঢোকাতে ব্যর্থ হচ্ছে এটিকে মোহনবাগান। 

Advertisement