scorecardresearch
 

ATK Mohun Bagan: হায়দরাবাদ এফসি-কে ISL জেতান আশিস রাই এবার এটিকে মোহনবাগানে

কিছুদিন আগেই কলকাতায় এসে মোহনবাগান ক্লাবের (Mohun Bagan AC) জিম ড্রেসিংরুম ঘুরে দেখেন তরুণ এই মিডফিল্ডার। তখনই বোঝা গিয়েছিল এটিকে মোহনবাগানে সই করতে চলেছেন গত মরশুমের এই তারকা। গত মরশুমে হায়দরাবাদ এফসি-র খেতাব জয়ের পেছনে বড় ভূমিকা ছিল আশিসের। তাই এবার তাঁকে দলে নিতে ঝাঁপিয়েছিলেন এটিকে মোহনবাগানের রিক্রুটাররা। 

Advertisement
আশিস রাই আশিস রাই
হাইলাইটস
  • ফের তরুণ ফুটবালারকে দলে নিল মোহনবাগান
  • দলে এলেন আশিস রাই

নতুন মরশুমে যে প্রবীর দাস দল ছাড়ছেন তা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল। তাঁর জায়গায় কাকে দলে নেবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) তা নিয়ে জল্পনা চলছিল। বেঙ্গালুরু এফসি-র সঙ্গে সোয়াপ ডিলে প্রবীর দাসের বদলে আশিক ক্রুনিয়ানকে পেয়েছিল সবুজ-মেরুন ক্লাব। তবে আশিক তো ডানদিকে খেলেন না। খেলেন বাঁ দিকে। তবে রাইট উইং কে সামলাবেন? তবে এবার সে প্রশ্নের উত্তর পেয়ে গেলেন মেরিনার্সরা। গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি (Hyderabad FC) থেকে সবুজ-মেরুনে এলেন আশিস রাই (Ashish Rai)। 

কিছুদিন আগেই কলকাতায় এসে মোহনবাগান ক্লাবের (Mohun Bagan AC) জিম ড্রেসিংরুম ঘুরে দেখেন তরুণ এই মিডফিল্ডার। তখনই বোঝা গিয়েছিল এটিকে মোহনবাগানে সই করতে চলেছেন গত মরশুমের এই তারকা। গত মরশুমে হায়দরাবাদ এফসি-র খেতাব জয়ের পেছনে বড় ভূমিকা ছিল আশিসের। তাই এবার তাঁকে দলে নিতে ঝাঁপিয়েছিলেন এটিকে মোহনবাগানের রিক্রুটাররা। 

বাইচুং ভুটিয়া, সঞ্জু প্রধানদের রাজ্য সিকিম থেকে উঠে আসা এই ফুটবলার নিজের কেরিয়ার শুরু করেন পুনে সিটি এফসি-তে। ২০১৭ সালের নভেম্বর মাসে তিনি যোগ দেন ইন্ডিয়ান অ্যারোজে। ২০১৭-১৯ সাল অবধি পুনে সিটি এফসি-র রিজার্ভ দলের হয়ে দারুণ পারফর্ম করার পর ২০১৯-২০ মরশুমে তাঁকে সই করায় হায়দরাবাদ এফসি। এরপর থেকেই নিজেকে প্রমাণ করতে থাকেন পাহাড়ি এই ফুটবলার। রবিবার দুপুরেই একটি ছোট্ট ভিডিও পোস্ট করে এটিকে মোহনবাগান। সেখানে আশিসকে দেখা না গেলেও এটিকে মোহনবাগানে যে তরুণ কোনও ফুটবলার সই করতে চলেছেন তা স্পষ্ট বোঝা গিয়েছিল। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি।

Advertisement

আরও পড়ুন: ফাদার্স ডে-তে আবেগঘন পোস্ট রোহিতের, শুভেচ্ছা সচিন, ভাজ্জিদেরও

আরও পড়ুন: একই দলের হয়ে খেলবেন বিরাট-বাবর আজম, কীভাবে?

ক্লাব ফুটবলে চমৎকার খেললেও ভারতের সিনিয়র ফুটবল দলের দরজা এখনও খোলেনি আশিস রাইয়ের জন্য। যদিও ভারতের জার্সি গায়ে চাপিয়ে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে খেলেছেন তরুণ এই ফুটবলার। যে ফর্মে তিনি রয়েছেন তা যদি ব্জায় রাখতে পারেন তবে জাতীয় দলের দরজা খোলা সময়ের অপেক্ষা।        

Advertisement