scorecardresearch
 

ATK Mohun Bagan: ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাডভান্টেজ মোহনবাগান, চিন্তা দুই ফুটবলারের চোট

হায়দরাবাদের (Hryderabad FC vs ATK Mohun Bagan) বিরুদ্ধে আইএসএল-এর (ISL) সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগে এটিকে মোহনবাগানের (Mohun Bagan) চিন্তা দুই ফুটবলারের চোট। গোটা মরশুম জুড়েই চোট-আঘাত সমস্যায় ভুগতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। আইএসএল-এর শেষ পর্যায়ে এসেও সেই সমস্যাই ভোগাচ্ছে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলকে।

Advertisement
এটিকে মোহনবাগান এটিকে মোহনবাগান
হাইলাইটস
  • সোমবার সেমিফাইনালে নামছে মোহনবাগান
  • প্রতিপক্ষ হায়দরাবাদ

হায়দরাবাদের (Hryderabad FC vs ATK Mohun Bagan) বিরুদ্ধে আইএসএল-এর (ISL) সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগে এটিকে মোহনবাগানের (Mohun Bagan) চিন্তা দুই ফুটবলারের চোট। গোটা মরশুম জুড়েই চোট-আঘাত সমস্যায় ভুগতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। আইএসএল-এর শেষ পর্যায়ে এসেও সেই সমস্যাই ভোগাচ্ছে জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলকে। চোট রয়েছে আশিক ক্রুনিয়ানের (Ashik Kuruniyan) । চোটের কবলে পরেছেন তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরিও (Kiyan Nassiri)। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে তাদের খেলানো নিয়ে সিদ্ধান্ত নেবেন মোহনবাগান কোচ।

দুই ফুটবলারের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে জুয়ান বলেন, 'আমাদের ফিজিও ও সাপোর্ট স্টাফরা সমানে কাজ করে যাচ্ছে। তবে আশিক ও কিয়ান খেলবে কি না সেই সিদ্ধান্ত আগামীকাল সকালে নিতে পারব।' 

আরও পড়ুন: গোল্ডেন গ্লাভস জিতেও সন্তুষ্ট নন মোহনবাগান গোলকিপার, সমর্থকদের বার্তা বিশালের

সেমিফাইনাল ম্যাচে একবার পিছিয়ে পড়লে ফিরে আসার সুযোগ খুবই কম থাকে। আর সেটাই ভাবাচ্ছে জুয়ানকে। ম্যাচের আগের দিন জুয়ান বলেন, 'আগামী কালকের ম্যাচ আমরা ফাইনাল হিসেবেই খেলব। লিগের ম্যাচে সুযোগ থাকে পিছিয়ে পড়ে ফিরে আসার। তবে এমন নক আউট ম্যাচে সেই সুযোগ পাওয়া যায় না।' যদিও মোহনবাগানের দুর্গ রক্ষা করার জন্য রয়েছেন স্লাভকো। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাঁকে দলে নিয়ে বেশ লাভবান হয়েছে মোহনবাগান। মুগ্ধ জুয়ানও। তিনি বলেন, 'স্লাভকোকে দেখে আমি মুগ্ধ। ও প্রথমে ৫-১০ মিনিট খেলার সুযোগ পেত। তাতেও নিজেকে প্রমান করেছে। ড্রেসিংরুমেও ও সকলকে উজ্জীবিত করে। তা দেখে আমি খুব খুশি।'

আরও পড়ুন: ২৩ মার্চ বোর্ড মিটিং, ৫ বড় সিদ্ধান্ত নিতে পারে ইমামি-ইস্টবেঙ্গল

হায়দরাবাদ ও মোহনবাগান দুই দলের ডিফেন্স বেশ শক্ত বলা হলেও জুয়ান মনে করেন, আসলে দুই দলের আক্রমণভাগও বেশ শক্তিশালী। ৯০ মিনিটেই ম্যাচ শেষ করে দিতে চাইবে প্রতিপক্ষ এমনটা ধরে নিয়েই মাঠে নামছেন জুয়ান। হায়দরাবাদের বিরুদ্ধে এই মরশুমে যতবারই দেখা হয়েছে লড়াই বেশ কঠিন হয়েছে। তবুও ঘরের মাঠে খেলতে পারায় সুবিধায় রয়েছেন তারাই এমনটাই মনে করেন কার্ল ম্যাকহিউ। তিনি বলেন, 'হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের দারুণ লড়াই হয়েছে। তবে এবার আমাদের ঘরের মাঠে ম্যাচ। দর্শকদের সামনে খেলব ফলে সুবিধা হবে। ম্যাচটা জেতার জন্যই নামব আমরা।'      

Advertisement

Advertisement