scorecardresearch
 

Mohun Bagan: মোহনবাগান দিবসে ক্লাবে হাজির থাকবেন পোগবারা, অনুশীলন শুরু কবে?

এতদিন এটিকে মোহনবাগানের প্র্যাকটিস যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে হত। তবে এবার অনুশীলন, জিম সবটাই তারা করবে ময়দানে ক্লাবের মাঠে। বৃহস্পতিবারের সভার পরে মোহনবাগান ঠিক হয় এই বছরে মোহনবাগান রত্ন (Mohun Bagan Ratna) পেতে চলেছেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা (Shyam Thapa)। করোনার ধাক্কা কাটিয়ে ফের জমকালো অনুষ্ঠানের মধ্যে হতে চলেছে এবারের মোহনবাগান দিবসে (Mohun Bagan Dibos)। প্রথা মেনেই ২৯ জুলাই দেওয়া হবে মোহনবাগান রত্ন সম্মান। এবার এই পুরস্কার পাচ্ছেন শ্যাম থাপা।

Advertisement
ফ্লোরেন্তিন পোগবা ফ্লোরেন্তিন পোগবা
হাইলাইটস
  • ২৫ জুলাই কলকাতায় আসছে ফুটবলাররা
  • মোহনবাগান দিবসে হবে প্র্যাক্টিস

এই মাসেই অনুশীলন শুরু করে দেবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ২৫ জুলাই সমস্ত ফুটবলারকে আসতে বলা হয়েছে কলকাতায়। সেই মত সেই দিন বা তার কয়েক দিন আগেই কলকাতায় পৌঁছে যাবেন ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হামিলরা। মোহনবাগান তাঁবুতে বৃহস্পতিবার কার্যকারী কমিটির বৈঠক শেষে এ কথা জানান সচিব দেবাশিস দত্ত (Debashish Dutta)। মোহনবাগান সচিব জানান, ''আমাদের ফুটবলাররা জুলাইয়ের ২৫ তারিখের মধ্যে কলকাতায় চলে আসবেন। ২৯ জুলাই ক্লাবের মাঠেই তারা প্র্যাকটিস করবেন। তবে ঠিক কবে থেকে তাঁদের অনুশীলন শুরু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।''

এতদিন এটিকে মোহনবাগানের প্র্যাকটিস যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে হত। তবে এবার অনুশীলন, জিম সবটাই তারা করবে ময়দানে ক্লাবের মাঠে। বৃহস্পতিবারের সভার পরে মোহনবাগান ঠিক হয় এই বছরে মোহনবাগান রত্ন (Mohun Bagan Ratna) পেতে চলেছেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা (Shyam Thapa)। করোনার ধাক্কা কাটিয়ে ফের জমকালো অনুষ্ঠানের মধ্যে হতে চলেছে এবারের মোহনবাগান দিবসে (Mohun Bagan Dibos)। প্রথা মেনেই ২৯ জুলাই দেওয়া হবে মোহনবাগান রত্ন সম্মান। এবার এই পুরস্কার পাচ্ছেন শ্যাম থাপা।

আরও পড়ুন: মোহনবাগান রত্ন শ্যাম থাপা, পুরস্কার কিয়ান-লিস্টনকেও

প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিকের স্মরণে পুরস্কার পাচ্ছেন এটিকে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার কিয়ান নাসিরি। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মতি নন্দীর স্মরণে পুরস্কার চালু করেছে মোহনবাগান। এবার শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিকের সম্মান পাচ্ছেন অশোক দাশগুপ্ত। পরপর দুই মরশুম আই লিগ নিজেদের দখলে রেখেছে কেরলের ক্লাব গোকুলাম কেরল এফসি। তাই প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের স্মরণে সেরা স্পোর্টস অফিশিয়াল পুরস্কার পেতে চলেছেন ভিসি প্রবীন। বাংলা দলের কোচ অরুণ লালের নামেও পুরস্কার দিচ্ছে মোহনবাগান। সেরা ক্রিকেটারের পুরস্কার দিচ্ছে সবুজ-মেরুন ক্লাব। এ বছর পৃনান দত্তকে এই সম্মান দেওয়া হবে। সেরা ফুটবলার হিসেবে শিবদাস ভাদূরি অ্যাওয়ার্ড পাচ্ছেন লিস্টন কোলাসো। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রাক্তন গোলরক্ষক বলাই দে।          

Advertisement

Advertisement