India vs Australia: ৪১ রানে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস, নায়ক অশ্বিন-উমেশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। প্রথম দিনে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। দিনের শেষে ১৫৬ রানে ৪ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। চারটি উইকেট তুলে নিয়ে ভারতকে কিছুটা লড়াইয়ে রেখেছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিনের শুরুটা ভাল করলেও বেলা গড়াতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। 

Advertisement
৪১ রানে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস, নায়ক অশ্বিন-উমেশরবিচন্দ্রন অশ্বিন
হাইলাইটস
  • ৪১ রানেই ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া
  • নায়ক উমেশ ও অশ্বিন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। প্রথম দিনে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। দিনের শেষে ১৫৬ রানে ৪ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। চারটি উইকেট তুলে নিয়ে ভারতকে কিছুটা লড়াইয়ে রেখেছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিনের শুরুটা ভাল করলেও বেলা গড়াতেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। 

একদিকে রবিচন্দ্রন অশ্বিন, আর অন্যদিকে উমেশ যাদব। দুই বোলারের বিধ্বংসী বোলিং-এ একের পর এক উইকেট হারাতে থাকে অজিরা। ১৮৬ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকম্বকে আউট করলেন অশ্বিন। সেই শুরু এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। 

লেগ বিফোর হয়ে ফেরেন ক্যামেরন গ্রিন। ১৮৮ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে অজিরা। গ্রিনকে আউট করেন উমেশ যাদব। ডিআরএস নিলেও লাভ হয়নি। ২১ রান করে আউট গ্রিন। এরপর মিশেল স্টার্কের উইকেটও তুলে নেন ভারতের ফাস্ট বোলার। ১৯২ রানেই সাত উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর আউট হন অজি উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স কেরিও। 

আরও পড়ুন: 'টিকিট বিক্রি বন্ধ করুন,' BCCI-কে নিয়ে ফ্যানদের ট্রোল

১৯৭ রানের মাথায় ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ১২ রান দিয়ে তিনটি উইকেট তুকে নেন ভারতের পেস বোলার। অন্যদিকে শেষ উইকেট তুলে নেন অশ্বিন। ১৯৭ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। অর্থাৎ ৪১ রানেই ছয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। চার উইকেট আগেই পেয়েছিলেন জাদেজা। আর দ্বিতীয় দিনে ৩টি করে উইকেট তুলে নেন অশ্বিন ও উমেশ। ইন্দোরের উইকেটে বল নীচু হয়ে আসছে। ফলে সমস্যায় পড়তে হয়েছে ব্যাটারদের। ভারতীয় দলের লক্ষ্য হবে দ্রুত রান করে যত বেশি সম্ভব রানে লিড নেওয়া যায়।

আরও পড়ুন: ইন্দোরে বল ঘুরল ৭-৮ ডিগ্রি, অজি স্পিনে মাত্র ১০৯ রানে শেষ টিম ইন্ডিয়া

Advertisement

ভারতের দল: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, এস. ভারত, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়ার দল: ট্র্যাভিস হেড, উসমান খ্বজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টি. মারফি, নাথান লিয়ন, এম. কুনহানেম্যান

POST A COMMENT
Advertisement