একটা বাউন্ডারি বাঁচাতে গিয়ে একসঙ্গে দৌড় লাগান পাঁচ বাংলাদেশি ক্রিকেট (Bangladesh Cricket) তারকা! এই দৃশ্য দেখে হেসে খুন ক্রিকেটবিশ্ব। দৃশ্যটি দেখা গিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka) ম্যাচে। বর্তমানে বাংলাদেশে সফর করছে শ্রীলঙ্কা দল।
সেই সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীনই এমন দৃশ্যের সাক্ষী হয়েছে ক্রিকেট দুনিয়া। যা নিয়ে আলচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবারই প্রথম নয়, এই সিরিজেই বারেবারে দেখা গিয়েছে এমন অদ্ভুৎ দৃশ্য। কোনও সময় ব্যাটের মাঝে লাগা বল রিভিউ নেওয়া হোক বা এক ক্যাচ তিনজন মিলে ধরতে না পারা, সবেতেই লোক হাসিয়েছে বাংলাদেশ। যা নিঃসন্দেহে খুশি করবে না তাদের ফ্যানদের। তবে সোশ্যাল মিডিয়ায় দেদার মজা নিতে ছাড়ছেন না প্রায় কেউই।
কী ঘটেছিল?
মাহমুদের একটি লেংথ ডেলিভারি জয়সুরিয়া গালির দিকে কাট করেন। সেই বল বাউন্ডারির দিকে যেতেই তাড়া করেন স্লিপ, গালি, শর্ট ফাইন লেগ থেকে সব ফিল্ডাররাই। পাঁচ ফিল্ডারের চেষ্টায় বাউন্ডারি বাঁচলেও এই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন ক্রিকেট ফ্যানরা। বল কিপারের হাতে আসার আগে দুই রান নিয়ে নেন শ্রীলঙ্কার দুই ব্যাটার। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও হারের মুখে বাংলাদেশ। আর সেই কারণেই ক্রিকেট ফ্যানদের অনেকেই বাংলাদেশের এই কান্ড দেখে সোশ্যাল মিডিয়ায় নানা মজার মন্তব্য করে চলেছেন।
চট্টগ্রাম টেস্টে হারের মুখে বাংলাদেশ
শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৪৫৫ রানের লিড নিয়েছিল। প্রথমে ব্য়াট করতে নেমে ৫৩১ রান করে ফেলে তারা। সেখান থেকে বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র ১৭৮ রানেই অল আউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৫৭ রান করেই ডিক্লেয়ার দেন। লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার এই সিদ্ধান্ত কাজে লেগে গিয়েছে। তা বলাই যায়। কারণ জবাবে রান তাড়়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২৬৮ রান তুলেছে বাংলাদেশ। এখনও ২৪৩ রান প্রয়োজন ম্য়াচ জিততে। হাতে মাত্র ৩ উইকেট। ৪৪ রান করে লড়াই চালাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। তিনি বাংলাদেশকে জয় এনে দিতে পারলে তা ঐতিহাসিক হবে।