Shakib Al Hasan: শাকিবের হাতে মার খেলেন ফ্যান, VIRAL VIDEO ঘিরে শোরগোল

বিতর্ক পিছু ছাড়ে না সাকিব আল হাসানের (Shakib Al Hasan)। বাংলাদেশের (Bangladesh) তারকা অলরাউন্ডারকে নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। ফ্যানকে মারধোর করার ভিডিও সামনে আসতেই শুরু হয় বিতর্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ চলার সময়ই এক ভক্তকে পেটানোর অভিযোগ উঠল বাংলাদেশের তারকার বিরুদ্ধে। আর সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। 

Advertisement
শাকিবের হাতে মার খেলেন ফ্যান, VIRAL VIDEO ঘিরে শোরগোলশাকিব আল হাসান
হাইলাইটস
  • ফ্যানকে মার শাকিবের
  • ভাইরাল ভিডিও

বিতর্ক পিছু ছাড়ে না সাকিব আল হাসানের (Shakib Al Hasan)। বাংলাদেশের (Bangladesh) তারকা অলরাউন্ডারকে নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক। ফ্যানকে মারধোর করার ভিডিও সামনে আসতেই শুরু হয় বিতর্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ চলার সময়ই এক ভক্তকে পেটানোর অভিযোগ উঠল বাংলাদেশের তারকার বিরুদ্ধে। আর সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। 

বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছিলেন শাকিব

তবে এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন শাকিব। ২০২০ সালে তাঁর সঙ্গে সেলফি তুলতে চাওয়ায় এক ভক্তের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, ফোন সেই ভক্তের দিকে ছুঁড়েও মেরেছিলেন তিনি। এবার এক ভক্তকে টুপি দিয়ে মারার অভিযোগ উঠল এই অলরাউন্ডারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টি২০ ম্যাচ জেতার পর চট্টগ্রামে এক ইভেন্টে গিয়েছিলেন শাকিব। সেই সময় তাঁকে ঘিরে ধরেন উচ্ছ্বসিত ফ্যানরা। এতেই বিরক্ত হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ভক্ত টুপি কেড়ে নেওয়ার চেষ্টা করলে সেই টুপি দিয়েই ভক্তের দিকেই মারতে থাকেন শাকিব। 

আরও পড়ুন: 'এই না দু-চার ঘা দিয়ে দেন'! আফ্রিদি-গম্ভীরের করমর্দন দেখে মশকরা ভক্তদের

 

https://fb.watch/jc1PLT7VXx/

শাকিবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

তবে চট্টগ্রামের সেই অনুষ্ঠানে ব্যবস্থাপনার অভাব ছিল। বাংলাদেশের এত বড় তারকা শাকিব, তাঁকে দেখতে পেলে যে উত্তেজিত জনতা ঝাঁপিয়ে পড়বে সেটাই স্বাভাবিক। কিন্তু সেই ভিড় সামলানোর মতো ব্যবস্থা করা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। বাইরেও অপেক্ষা করছিলেন প্রচুর শাকিব ভক্ত। একবার নায়ককে ছুঁয়ে দেখার আকুতি তো ছিলই, পাশাপাশি ছিল সেলফি তোলার আবদারও। ভক্তদের অত্যাচারে তখন প্রায় বন্দিদশা শাকিবের।  

আরও পড়ুন: ২০ মার্চ থেকে শুরু KKR-এর IPL প্রস্তুতি, থাকছেন রাসেল-নারিন?

নিরাপত্তারক্ষীদের টপকে উপচে পড়ছিল ভিড়। তাদের আটকানোর কোনও উপায় জানা ছিল না নিরাপত্তারক্ষীদের। ফলে ধৈর্য হারাতে থাকেন তারকা ক্রিকেটার। এরপর শাকিবের টুপি কেড়ে নেওয়ায় পাল্টা মারতে দেখা যায় অলরাউন্ডারকে। নিরাপত্তা কর্মীরা তাঁকে ঘিরে থাকলেও ধাক্কাধাক্কি শুরু হয় এক সময়। তাতেই মেজাজ হারান। ক্ষুব্ধ শাকিব মাথার টুপি খুলে এক ভক্তকে কয়েক বার মারেন। এমনিতেই আন্তর্জাতিক সিরিজ় চলার মাঝে শাকিবের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিয়ে প্রশ্ন উঠেছে। তার উপর এই বিতর্ক।

Advertisement

POST A COMMENT
Advertisement