BCCI Meeting: রোহিতের অধিনায়কত্ব-দ্রাবিড়ের চাকরি যাচ্ছে? নজরে BCCI-মিটিং

গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বিসিসিআই (BCCI)। বুধবার সকাল ১১টা নাগাদ, টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতের হার নিয়ে পর্যালোচনায় বসতে চলেছে ভারতের ক্রিকেট বোর্ড। ভারত এবারের টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে। এই হারের পর থেকেই নানা মহলে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement
রোহিতের অধিনায়কত্ব-দ্রাবিড়ের চাকরি যাচ্ছে? নজরে BCCI-মিটিংরোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়
হাইলাইটস
  • গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিসিসিআই
  • টি২০ দলের অধিনায়কত্ব থেকে সরানো হতে পারে রোহিতকে

গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বিসিসিআই (BCCI)। বুধবার সকাল ১১টা নাগাদ, টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতের হার নিয়ে পর্যালোচনায় বসতে চলেছে ভারতের ক্রিকেট বোর্ড। ভারত এবারের টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে। এই হারের পর থেকেই নানা মহলে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই বৈঠকে রোহিত এবং দ্রাবিড়কে নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে বিসিসিআই। 

মনে করা হচ্ছে, টি২০ ক্রিকেটে অধিনায়ক রোহিতের জায়গায় নেতৃত্বে আসতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টি২০ দলের কোচ হিসেবে দ্রাবিড় থাকেন কি না সেটাও দেখার।  ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে (Team India)। এই সিরিজ থেকেই পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়া হতে পারে। তাই বিসিসিআই-এর বৈঠকে অধিনায়ক ও কোচের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

আরও পড়ুন: এবার IPL-এর পালা, নিলামে কার হাতে কত টাকা?

এ ছাড়াও বিসিসিআইকে একটি নতুন নির্বাচক কমিটিও নিয়োগ করতে হবে। পাশাপাশি আগামী বছরের জন্য ভারতীয় ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তিও ঘোষণা করা হতে পারে। এমন অবস্থায়, নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে কে বাদ পড়তে পারেন এবং কোন নতুন কোন কোন খেলোয়াড় জায়গা পেতে পারেন তা নিয়েও কৌতূহল রয়েছে। 

অধিনায়ক হতে পারেন হার্দিক
অধিনায়ক হতে পারেন হার্দিক

ওয়ানডে বিশ্বকাপও কি নতুন অধিনায়ক?

অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে অংশ নেওয়া একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে ইনসাইড স্পোর্টস লিখেছে, 'অনেক বিষয় আলোচ্যসূচিতে থাকবে। হ্যাঁ, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্যালোচনা কোনো অফিসিয়াল এজেন্ডা ছিল না, তবে চেয়ারম্যান চান এটিও আলোচনা হোক। এমন পরিস্থিতিতে এটিও একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হবে।'

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ধাক্কা, দ্বিতীয় টেস্টেও নেই রোহিত; আহত এক বোলারও

Advertisement

ওই কর্মকর্তা বলেন, 'আমরা জানি দুই বছর পর পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও আমাদের ওয়ানডে বিশ্বকাপে (২০২৩) ফোকাস করতে হবে, আমাদের তাড়াতাড়ি শুরু করতে হবে। সেটা নতুন অধিনায়কের নেতৃত্বে হোক বা রোহিতের নেতৃত্বে।'  

বৈঠকে আলোচ্য বিষয়

স্প্লিট কোচিং (বিশেষ করে টি-টোয়েন্টির জন্য)
স্প্লিট ক্যাপ্টেনসি (হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে রোহিতকে সরে যেতে বলতে পারেন কর্তারা) 
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যালোচনা
বর্তমান কোচ নিয়ে রিভিউ
সিলেকশন কমিটির রোটেশন পলিসি
কেন্দ্রীয় চুক্তির তালিকা 

POST A COMMENT
Advertisement