scorecardresearch
 

Sourav Ganguly, Virat Kohli: ৭ মাসে ৩ বার বিশ্রাম, বিরাটদের উপর বিরক্ত সৌরভ

সুনীল গাভাস্কারের পর এবার এই ইস্যুতে মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও একেবারেই খুশি নন। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাভাস্কারের সুরেই বিরাটের সমালোচনা করেন তিনি। সৌরভ বলেন, ''সারা জীবন আমি একটা জিনিস বিশ্বাস করে এসেছি, যত বেশি ম্যাচ খেলব ততই ভাল ছন্দে থাকব। পাশাপাশি ফিট থাকব। এই পর্যায়ে এসে আরও বেশি ম্যাচ খেলা দরকার। বেশি ম্যাচ খেললে শরীরও শক্তিশালী হয়।''

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি (টুইটার) সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি (টুইটার)
হাইলাইটস
  • বিশ্রাম চাওয়া নিয়ে ক্ষুব্ধ সৌরভ
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলবেন না বিরাট

একেবারেই ছন্দে নেই বিরাট কোহলি। একদিন-দু'দিন নয় প্রায় আড়াই বছর নিজের ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। এখন ফর্ম ফিরে না পেয়ে বারবার বিশ্রাম নিতে চাইছেন কোহলি। আর এর জেরেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। 

সুনীল গাভাস্কারের পর এবার এই ইস্যুতে মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও একেবারেই খুশি নন। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাভাস্কারের সুরেই বিরাটের সমালোচনা করেন তিনি। সৌরভ বলেন, ''সারা জীবন আমি একটা জিনিস বিশ্বাস করে এসেছি, যত বেশি ম্যাচ খেলব ততই ভাল ছন্দে থাকব। পাশাপাশি ফিট থাকব। এই পর্যায়ে এসে আরও বেশি ম্যাচ খেলা দরকার। বেশি ম্যাচ খেললে শরীরও শক্তিশালী হয়।''

আরও পড়ুন: এই সপ্তাহে হবে না সই, ট্রান্সফার ব্যান নিয়েও সমস্যায় ইস্টবেঙ্গল

ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজ থেকে ফের বিশ্রাম চেয়েছেন বিরাট। তবে টি২০ সিরিজে তিনি খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা অব্যহত। কারণ একদিনের সিরিজের দল ঘোষণা হয়ে গেলেও এখনও টি২০ সিরিজের দল ঘোষণা করেনি বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর টি২০ সিরিজের প্রথম ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়েছিল বোর্ড। যদিও বাকি দুটি ম্যাচে খেলেছিলেন তিনি। আবার তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে কুঁচকির চোটের জন্য বাদ যেতে হয় বিরাটকে। সেই ম্যাচে ১০ উইকেটে জয় তুলে নেয় ভারতীয় দল।

আরও পড়ুন: 'প্রথম বলেই বুঝেছিলাম...' ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের রহস্য ফাঁস বুমরার

২০১৯ সালের নভেম্বরে শেষবার সেঞ্চুরি করেছিলেন বিরাট। এরপর আর কোনও ফরম্যাটেই শতরান আসেনি তাঁর ব্যাট থেকে। এই মরশুমের আইপিএল-এও ভাল ছন্দে ছিলেন না বিরাট। ১৬ ম্যাচে ৩৪১ রান করেন তিনি। তাঁর গড় ২২.৭৩। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ''আমি ১৭ বছরের কেরিয়ারে দল থেকে বাদ গিয়েছিলাম। দলের বাইরে ছিলাম চার-ছয় মাস। সেটাই আমার আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ব্রেক।''

Advertisement

আরও পড়ুন: বাটলারদের হারিয়েই বাজিমাত, ICC ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ৩ উঠে এল ভারত

ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আইপিএল চলাকালীন বিরাট কোহলিকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। রবি শাস্ত্রীর পরামর্শ শুনেই কি সাত মাসে তিন বার 'ছুটি' নিলেন বিরাট? এর উত্তর অজানা থাকলেও বিরাটের বিশ্রাম নেওয়া নিয়ে যে বোর্ড ক্ষুব্ধ তা বোঝা গেল সৌরভের বক্তব্যেই।        

  

Advertisement