অনলাইন গেমিং বিল, ২০২৫ ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে পাশ হয়ে গিয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হবে। তার আগেই BCCI Dream11-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করত চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করে জানিয়েছেন, এমন ধরনের কোনও সংস্থার সঙ্গে BCCI আর কোনও সম্পর্ক রাখবে না। অর্থাৎ এশিয়া কাপে চিম ইন্ডিয়ার জার্সিতে আর না-ও দেখা যেতে পারে Dream11 লোগো।
আজ তক-কে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, 'বর্তমান পরিস্থিতি বিচার করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, গেমিং বিল আইনে পরিণত হলে BCCI-এর পক্ষ থেকে Dream11-এর সঙ্গে আর সম্পর্ক রাখা সম্ভব হবে না। ফলে এই চুক্তি শেষ হবে। ভবিষ্যতে এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে, কোন নতুন স্পনসর আনা হবে, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।'
টিম ইন্ডিয়ার স্পনসর হিসেবে BCCI-কে প্রায় ১ হাজার কোটি টাকা দেয় Dream11 এবং My11Circle গেমিং সংস্থা। টিম ইন্ডিয়ার লিটল স্পনসর হিসেবে ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত BCCI-এর সঙ্গে ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি ছিল Dream 11-এর। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৩৫৮ কোটি টাকা।
সংসদে পাশ হওয়া অনলাইন গেমিং বিলে উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি অনলাইন মানি গেমিংয়ে সাহায্য, উসকানি, প্ররোচনা, অংশগ্রহণ বা কোনও বিজ্ঞাপনে যুক্ত হতে পারবেন না। এমন কিছু করা যাবে না যা সরাসরি বা পরোক্ষভাবে কাউকে অনলাইন মানি গেম খেলতে উৎসাহিত করে। এর ফলে ভারতের সব বড় ফ্যান্টাসি স্পোর্টস সংস্থার আয়ের উৎসে বড় ধাক্কা লেগেছে।
টিম ইন্ডিয়ার পাশাপাশি Dream11 ইন্ডিয়ান সুপার লিগেরও অফিশিয়াল ফ্যান্টাসি পার্টনার। তবে Dream11-কে কোনও জরিমানা গুনতে হবে না। কারণ চুক্তিতে এমন একটি ধারা রয়েছে যা স্পনসরকে সুরক্ষা দেয়, যদি তাদের মূল ব্যবসা সরকারি নিষেধাজ্ঞার মুখে পড়ে। এর ফলে বাকি চুক্তির জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আর কোনও অর্থ প্রদান করার বাধ্যবাধকতা রইল না Dream11-এর।
পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি পাশ হওয়ার পর এক বিবৃতিতে Dream11 বলে, 'আমরা সবসময় আইন মেনে চলেছি। আইন মেনেই আমাদের ব্যবসা পরিচালিত হয়েছে। আমরা বিশ্বাস করি যে প্রগতিশীল আইনই সামনে এগোনোর পথ হতে পারত। তবুও আমরা আইনকে শ্রদ্ধা করি এবং অনলাইন গেমিং আইন, ২০২৫-এর সঙ্গে পূর্ণভাবে সঙ্গতি রেখে কাজ করব।'
অন্যদিকে, ব্যক্তিগত ক্রিকেটারদের ফ্যান্টাসি গেমিং অ্যাপ অনুমোদন বা বিজ্ঞাপন থেকেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।