scorecardresearch
 

CFL ও ডুরান্ডে ইস্টবেঙ্গলের দায়িত্বে কেরলকে সন্তোষ দেওয়া কোচ?

মনে করা হয়েছিল সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচিং করান রঞ্জন ভট্টাচার্যকে কোচ করতে পারে ইস্টবেঙ্গল। এরপর সঞ্জয় সেনের নামও উঠে এসেছিল। তবে এবার শোনা যাচ্ছে কেরলকে সন্তোষ টড়ফি জেতান কোচ বিনো জর্জ (Bino George) ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে পারেন। শুধু এই দুই টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করাই নয়, আইএসএল-এও সহকারী কোচের দায়িত্ব পালন করবেন এই ভারতীয় কোচ। 

Advertisement
বিনো জর্জ বিনো জর্জ
হাইলাইটস
  • বিনো জর্জকে কোচ করতে পারে ইস্টবেঙ্গল
  • কিছুদিনের মধ্যেই শুরু অনুশীলন

ইস্টবেঙ্গল কিছুদিনের মধ্যেই তাদের কোচের নাম ঘোষণা করে দেবে। কলকাতা লিগ (Kolkata League) ও ডুরান্ড কাপে (Durand Cup) ভারতীয় কোচের উপরেই আস্থা রাখছে ইস্টবেঙ্গল (East Bengal)। এই দুই  টুর্নামেন্টে দলের কোচ কে হতে পারেন তা নিয়ে নানা মহলে জল্পনা শোনা যাচ্ছে। মনে করা হয়েছিল সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচিং করান রঞ্জন ভট্টাচার্যকে কোচ করতে পারে ইস্টবেঙ্গল। এরপর সঞ্জয় সেনের নামও উঠে এসেছিল। তবে এবার শোনা যাচ্ছে কেরলকে সন্তোষ টড়ফি জেতান কোচ বিনো জর্জ (Bino George) ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে পারেন। শুধু এই দুই টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করাই নয়, আইএসএল-এও সহকারী কোচের দায়িত্ব পালন করবেন এই ভারতীয় কোচ। 

কলকাতা লিগের আগেই ডুরান্ড কাপ। এই টুর্নামেন্টের শুরুতেই ডার্বি। ডুরান্ডে বেশ শক্ত গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। তদের গ্রুপে রয়েছে মুম্বই সিটি এফসি, রাজস্থান ইউনাইটেড ও ইন্ডিয়ান নেভি। ফলে দ্রুত শক্তিশালী দল গড়ে প্র্যাক্টিসে নেমে পড়তে চাইছে ইস্টবেঙ্গল। এখনও ইমামির সঙ্গে চুক্তি সই করেনি ইস্টবেঙ্গল ক্লাব। চুক্তি সই করতে তাদের কোনও আপত্তি নেই বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। তবুও আইনি জটিলতার জন্য আটকে রয়েছে চুক্তি সই। ইতিমধ্যেই নতুন কোম্পানি গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে।

রঞ্জন ভট্টাচার্য, বিনো জর্জ ও সঞ্জয় সেন
রঞ্জন ভট্টাচার্য, বিনো জর্জ ও সঞ্জয় সেন

আরও পড়ুন: অনুষ্কা-ভামিকাকে নিয়ে প্যারিসে কেমন ছুটি কাটাচ্ছেন বিরাট? দেখুন
 
প্রসঙ্গত ইমামি কর্ণধার প্রথমে জানিয়েছিলেন চুড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত দল গঠনে কোনও লগ্নি হবে না। তবে মাঝে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। চুক্তিপত্র নিয়ে যাবতীয় জটিলতা দূর হয়েছে।  ক্লাবের দাবি, তাদের যাবতীয় সমস্যা সমাধান  হয়ে গিয়েছে। 

Advertisement

আরও পড়ুন: ২১ জুলাই TMC-র সভা, পরপর ৩ দিন বন্ধ কলকাতা লিগের ম্যাচ

পাশাপাশি চলছে দল গঠনের কাজও। কিছু দিনের মধ্যেই অনুশীলনে নেমে পড়বে ইস্টবেঙ্গল। ফলে কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে কলকাতা লিগ ও ডুরান্ড কাপের জন্য ইস্টবেঙ্গলের কোচ কে হবেন। এই অবস্থায় ঠিক হয়েছে আসন্ন কলকাতা লিগ এবং ডুরাণ্ড কাপের জন্য দল গঠন করতে হবে। ক্লাবের দেওয়া তালিকা গ্রহন করেছে ইমামি গোষ্ঠী। তবে তা এক এজেন্সির মাধ্যমে পরীক্ষা করে তবেই সেই ফুটবলারদের সঙ্গে চুক্তি করবে ক্লাব। সবার আগে আগামী সাতদিনের মধ্যে কোচ বেছে নেওয়ার ওপর জোর দেওয়া হবে বলে ঠিক হয়েছে। তারপর যেসমস্ত ফুটবলারের সঙ্গে কথা চলছে তাদের চুড়ান্ত করা হবে। ইতিমধ্যে শক্তিশালী দল গঠনের কথা ইমামিকে বলেছে ইস্টবেঙ্গল।            

Advertisement