Rinku Singh, IPL 2022: রিঙ্কু সিংয়ের ইনিংস ভুলতে পারছেন না আমির, দেখুন VIDEO

রিঙ্কু সিংয়ের এই ইনিংসটি ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। এবার বলিউড অভিনেতা আমির খানও (Amir Khan) রিঙ্কু সিংয়ের ভক্ত হয়ে গিয়েছেন। আমির বলেন, 'রিঙ্কু দারুণ খেলেছে। ম্যাচটা প্রায় নিজের হাতেই জিতেয়ে দিচ্ছিল। এটা দুর্ভাগ্যজনক যে ফিল্ডার একটি দুর্দান্ত ক্যাচ নেয়, না হলে রিঙ্কু দলকে জিতিয়েই মাঠ ছাড়ত। তবে যে ইনিংস ও খেলেছে তাতে দল জিতল বা হারল তাতে এই ইনিংসের গুরুত্ব কিছু কম হয় না।''

Advertisement
রিঙ্কু সিংয়ের ইনিংস ভুলতে পারছেন না আমির, দেখুন VIDEOরিঙ্কু সিং ও আমির খান
হাইলাইটস
  • দারুণ ইনিংস রিঙ্কুর
  • মুগ্ধ আমির খান

কলকাতা নাইট রাইডার্স (KKR) ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh) আইপিএল 2022-এর অন্যতম সুপারস্টার খেলোয়াড়। চলতি মরশুমে মাত্র সাতটি ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পেলেও এই সময়ে দারুণ পারফর্ম করেছেন রিঙ্কু। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে মাত্র ১৫ বলে ৪০ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন রিঙ্কু। 

রিঙ্কু সিংয়ের এই ইনিংসটি ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। এবার বলিউড অভিনেতা আমির খানও (Aamir Khan) রিঙ্কু সিংয়ের ভক্ত হয়ে গিয়েছেন। আমির বলেন, 'রিঙ্কু দারুণ খেলেছে। ম্যাচটা প্রায় নিজের হাতেই জিতেয়ে দিচ্ছিল। এটা দুর্ভাগ্যজনক যে ফিল্ডার একটি দুর্দান্ত ক্যাচ নেয়, না হলে রিঙ্কু দলকে জিতিয়েই মাঠ ছাড়ত। তবে যে ইনিংস ও খেলেছে তাতে দল জিতল বা হারল তাতে এই ইনিংসের গুরুত্ব কিছু কম হয় না।''

রিঙ্কু সিংও এই প্রশংসার জন্য আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন। রিঙ্কু বলল, 'ধন্যবাদ। আমার ব্যাটিং সম্পর্কে আপনি এইরকম প্রশংসা শুনে আমার মন খুশি হয়ে গেল।'

আলিগড়ের বাসিন্দা রিঙ্কু সিং এখন পর্যন্ত ৩০টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরির সাহায্যে ২৩০৭ রান করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর গড় ৬৪.০৮ এবং সেরা স্কোর ১৬৩ অপরাজিত। রিঙ্কু এখন পর্যন্ত ৪১টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৫০.৫০ এ ১৪১৪ রান করেছেন। লিস্ট-এ ক্রিকেটে রিঙ্কু ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি করেছেন। রিঙ্কু ৬২ টি-টোয়েন্টি ম্যাচে ৫টি হাফ সেঞ্চুরির সাহায্যে ১০১৬ রান করেছেন।

২০১৮ মরশুম থেকে কেকেআর-এর দলে রয়েছেন। কেকেআর, তাঁকে ধরে রেখেছে, এই নিলামে কলকাতা ৫৫ লক্ষ টাকায় রিঙ্কুকে কিনেছে।

আরও পড়ুন: অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়, নজির গড়লেন বাংলার পিয়ালী

আরও পড়ুন: 'ম্যাচের আগে RCB ক্যাপ্টেন আমাকে মেসেজ করেছিল', সামনে এল এই তথ্য

রিঙ্কু সিং করেন ১৭৪ রান

আইপিএল ২০১৭ সালের নিলামে, রিঙ্কু সিংকে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস) ১০ লক্ষ টাকায় কিনেছিল। যদিও সে মরশুমে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। আইপিএল 2022-এ সাতটি ম্যাচে ৩৪.৮০ গড়ে ১৭৪ রান করেন তিনি। 

Advertisement

POST A COMMENT
Advertisement