এভারেস্ট জয় করলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ পৃথিবীর সর্বোচ্চ শিখর জয় করেন বাংলার মেয়ে। বাঙালি হিসেবে প্রথম কোনও পর্বতারোহী এই রেকর্ড গড়লেন। কৃত্তিম অক্সিজেন ছাড়াই এভারেস্টে ওঠেন পিয়ালী।
রবিবার সকালে ভারতের জাতীয় পতাকা নিয়ে এভারেস্টে উঠে পড়েন পিয়ালী। এই খবর এসে পৌঁছাতেই গোটা বাংলা জুড়ে বইছে খুশির হাওয়া। বর্তমানে এভারেস্ট জয়ের পর ক্যাম্পে ফিরেছেন পিয়ালী।
স্কুলে পড়ার সময় থেকেই এভারেস্টে ওঠার স্বপ্ন দেখতেন তিনি। ছোটবেলায় এডমন্ড হিলারি, তেনজিং নোরগেদের গল্প শুনে রোমাঞ্চিত হতেন এই বঙ্গতনয়া। সেই মত ছোটবেলা থেকেই নিজেকে তৈরি করতে থাকেন পেশায় স্কুল শিক্ষিকা পিয়ালী। চন্দননগরের কানাইলাল প্রাথমিক বিদ্যালয়ে পড়ান তিনি। সমস্ত বাঁধা পেরিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকেন পিয়ালী। আর্থিক সমস্যা, সামাজিক বিভিন্ন বাধা পেরিয়ে আজ এভারেস্টের শিখরে উঠলেন তিনি।
আরও পড়ুন: 'ম্যাচের আগে RCB ক্যাপ্টেন আমাকে মেসেজ করেছিল', সামনে এল এই তথ্য
আরও পড়ুন: জিতল MI, নাচল RCB; বিরাট-ফাফদের উদ্দাম উচ্ছ্বাস Viral
ধাপে ধাপে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। গত বছরের অক্টোবরে, নেপালের মাউন্ট ধৌলগিরি জয় করেন পিয়ালী। এরপর মানসুলা জয় করেন তিনি। ২০১৯ সালেও একবার এভারেস্টে ওঠার চেষ্টা করেছিলেন পিয়ালী। তখন সফল হতে পারেননি। তবে এবার কোনও বাধাই মানেননি পিয়ালী।