scorecardresearch
 

Rohit Sharma Fitness: 'টিভিতে দেখতে খুব বাজে লাগে...' রোহিতের ফিটনেস নিয়ে বিস্ফোরক কপিল দেব

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল (Team India)। প্রথম দুই টেস্ট জেতার পর ভারতীয় দলের লক্ষ্য থাকবে ইন্দোর টেস্টে জিতে টেস্ট সিরিজ দখল করা। তবে এর মধ্যে ভারত অধিয়ায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। 

Advertisement
রোহিত শর্মা ও কপিল দেব রোহিত শর্মা ও কপিল দেব
হাইলাইটস
  • রোহিতের ফিটনেস নিয়ে বড় মন্তব্য কপিলের
  • তুলনা টানলেন বিরাটের সঙ্গে

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল (Team India)। প্রথম দুই টেস্ট জেতার পর ভারতীয় দলের লক্ষ্য থাকবে ইন্দোর টেস্টে জিতে টেস্ট সিরিজ দখল করা। তবে এর মধ্যে ভারত অধিয়ায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। 

নাগপুরে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন রোহিত। তাই তিনি ফর্মে নেই এমনটাও বলা যাবে না। তা সত্ত্বেও খুশি নন কপিল। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, 'ফিট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে অধিনায়ককে। ওকে ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করতে হবে। ওকে দেখে ওজন বেশি বলে মনে হয়।'

আরও পড়ুন: হাসপাতালে হরমনপ্রীত, অজিদের বিরুদ্ধে ম্যাচের আগে চাপে ভারত

যদিও অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে রোহিতের প্রশংসাই করেছেন কপিল দেব। তিনি বলেন, 'রোহিত দারুণ ক্রিকেটার, দুর্দান্ত ক্যাপ্টেন। তবে ওকে ফিট হতে হবে। টিভিতে ওকে দেখতে আরও মোটা লাগে।' রোহিতের ফিটনেসের প্রসঙ্গে বিরাট কোহলির তুলনা টানেন কপিল। তিনি বলেন, 'বিরাটকে দেখ। দেখেই মনে হয় এটাই তো ফিটনেস।'

আরও পড়ুন: এঁরা দুই মহিলা লেসবিয়ান ক্রিকেটার, সন্তানেরও জন্ম দিয়েছেন, PHOTOS

রোহিত শর্মার ফিটনেস নিয়ে সমালোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। ভারতের তারকা ব্যাটার হ্যামস্ট্রিং চোটের কারণে একাধিক সিরিজ মিস করার পরে আবার ফিরে এসেছেন। বর্ডার-গাভাস্কার ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে সেঞ্চুরি করেন ভারতীয় অধিনায়ক। নাগপুরের টেস্টে ভারত জিতলেও এই ম্যাচে সেঞ্চুরি করা সহজ ছিল না। শুধু নাগপুরের ম্যাচ নয়, দিল্লি টেস্টেও কোনও ব্যাটারই ১০০ বা তার বেশি রান করতে পারেননি। তবে এই সিরিজে এখনও অবধি একমাত্র সেঞ্চুরি রোহিতের।

Advertisement

তবে ফিটনেস নিয়ে কথা হলেও, রোহিতের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বিভিন্ন মহলে রোহিতের ফিটনেস নিয়েও কথা বলতে শুরু করে দিয়েছেন ভারতের ক্রিকেট ফ্যানরা (Indian Cricket Fan)। তৃতীয় টেস্টে যে কোনও ভাবেই হোক সিরিজে হার বাঁচাতে চাইবে ভারতীয় দল।          

Advertisement