scorecardresearch
 

Boris Becker: হিসাব বহির্ভূত সম্পত্তি! আড়াই বছরের জেল বরিস বেকারের

জার্মান এই টেনিস প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রাক্তন স্ত্রীর অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ পাউন্ড ট্রান্সফার করেও তা গোপন  করেন। পাশাপাশি অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও নিজেকে দেউলিয়া ঘোষণা করেন বরিস। উইম্বলডন ট্রফি, জার্মানিতে একাধিক স্থাবর সম্পত্তি এবং লন্ডনে একটি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে। 

Advertisement
বরিস বেকার বরিস বেকার
হাইলাইটস
  • বড় শাস্তি হল বরিস বেকারের
  • আড়াই বছরের জেল হল তারকার

ব্যাঙ্ক প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বড়সড় শাস্তির মুখে পড়তে হল প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারকে। ২০১৭ সালেই নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছিলেন বরিস। তবে তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন আসলে বিরাট সম্পত্তির কথা গোপন করে গিয়েছিলেন। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আড়াই বছরের জেল হল তাঁর। 

জার্মান এই টেনিস প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রাক্তন স্ত্রীর অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ পাউন্ড ট্রান্সফার করেও তা গোপন  করেন। পাশাপাশি অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও নিজেকে দেউলিয়া ঘোষণা করেন বরিস। উইম্বলডন ট্রফি, জার্মানিতে একাধিক স্থাবর সম্পত্তি এবং লন্ডনে একটি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে। 

স্পেনের মারোকায় একটি সম্পত্তি কিনতে তিন লক্ষ পাউন্ড ব্যাঙ্ক থেকে লোন নেন তারকা টেনিস প্লেয়ার। তবে সেই ঋণের কিস্তি তিনি শোধ করেননি। নিজেকে দেউলিয়া ঘোষণা করেন বেকার। আদালতের সামনে তিনি জানান, তাঁর দুটি উইম্বলডন খেতাব খোয়া গিয়েছে। তবে পরে দেখা যায়, বিভিন্ন অনলাইন সংস্থা থেকে অনেক টাকার জিনিস কিনেছেন তিনি। তদন্তে বেরিয়ে আসে আরও অবাক করা তথ্য। দুই প্রাক্তন স্ত্রী বারবারা ও লিলি সহ মোট নয় জনের অ্যাকাউন্টে প্রচুর টাকা পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন: দুর্ঘটনায় আহত LSG সিইও রঘু আইয়ার, কেমন আছেন তিনি ?

আরও পড়ুন: মহিলাদের সাজে ভুবনেশ্বর, ওয়াশিংটন! নেটিজেনরা বললেন...

ব্যাঙ্ক প্রতারণার ২৩টি অভিযোগ ওঠে বরিস বেকারের বিরুদ্ধে।   

Advertisement