scorecardresearch
 

Pele Health Update: পেলে এখনও সঙ্কটে, আশঙ্কার প্রহর গুনছেন পরিবার

অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন ফুটবল সম্রাট পেলে (Pele)। এখনও আশঙ্কাজনক অবস্থায় তিনি। এর মধ্যেই নানা ধরনের খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। ভক্তরা প্রার্থনা করছেন, বড়দিনে অন্তত ভাল কিছু খবর আসুক। তবে এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রায় একমাস হাসপাতালে শয্যাশায়ী পেলে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মেয়ের একটি পোস্ট উদ্বেগ আরও বাড়িয়েছে। 

Advertisement
পেলে পেলে
হাইলাইটস
  • হতাশ পেলের মেয়ে
  • এখনও আশঙ্কাজনক পেলে

অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন ফুটবল সম্রাট পেলে (Pele)। এখনও আশঙ্কাজনক অবস্থায় তিনি। এর মধ্যেই নানা ধরনের খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল। ভক্তরা প্রার্থনা করছেন, বড়দিনে অন্তত ভাল কিছু খবর আসুক। তবে এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রায় একমাস হাসপাতালে শয্যাশায়ী পেলে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মেয়ের একটি পোস্ট উদ্বেগ আরও বাড়িয়েছে। 

পেলের কন্যা কেলি নাচিমেন্তো তাঁর হতাশা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, 'আমি ও আমার পরিবার দুঃখিত ও হতাশ।' এই বার্তার পরেই ফুটবল প্রেমীরা উদ্বিগ্ন। ৮২ বছর বয়সী পেলে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি। এখনও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসায় যে পুরোপুরি সাড়া দিচ্ছেন এমনটাও বলা যাবে না। ক্যান্সারের পাশাপাশি কিডনির সমস্যায়ও ভুগছেন ফুটবল সম্রাট। রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। ২৯ নভেম্বর থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন পেলে।

আরও পড়ুন: কলকাতায় মধুর প্রতিশোধ, ২-১ গোলে গোয়াকে হারাল মোহনবাগান

হাসপাতালের পক্ষ থেকে এখনও সরকারী ভাবে কোনও বুলেটিন বা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। গত নভেম্বর মাসের শেষদিক থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছেন পেলে। বড়দিনটাও কেটেছে হাসপাতালে। তাঁকে দেখতে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চলে এসেছেন পরিবারের সদস্যরা। সেখানেই সকলের সঙ্গে ক্রিসমাস পালন করেন পেলে।

পেলের মেয়ের পোস্ট
পেলের মেয়ের পোস্ট

আরও পড়ুন: দেশের দুই তারকা মিডফিল্ডারকে তুলতে পারে মোহনবাগান

শয্যাশায়ী বাবাকে জড়িয়ে ধরে ছবিও তোলেন পেলের মেয়ে কেলি নাচিমেন্তো। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এই যুদ্ধে (ঈশ্বরের ওপর) বিশ্বাস রেখে তোমার পাশে রয়েছি। আরও একটি রাত এভাবেই একসঙ্গে কাটল।' 

Advertisement

হাসপাতালে শুয়েও ব্রাজিলের খেলা দেখেছিলেন পেলে। কোয়ার্টার ফাইনালে হারের পর যেমন ব্রাজিল দলকে বার্তা দিয়েছেন, ঠিক তেমনই নেইমারকে এখনই অবসর নিতে বারন করেছেন। তাও এমন অবস্থাতেই। সোশ্যাল মিডিয়ায় পেলের সেই বার্তা ভাইরাল হয়। খেলোয়াড় জীবনে ডিফেন্ডার, গোলকিপারদের বোকা বানিয়ে বারে বারে গোল করেছেন পেলে। তবে এবার লড়াই ক্যান্সারের বিরুদ্ধে। দ্রুত সেরে উঠুন সম্রাট, চাইছে ফুটবল বিশ্ব।      

TAGS:
Advertisement