scorecardresearch
 

FIFA World Cup 2022: ব্রাজিলের সাংবাদিক বৈঠকে 'অভিশপ্ত' বিড়াল! সরগরম নেটপাড়া

কাতার বিশ্বকাপে আগামিকাল অর্থার শুক্রবার (৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। প্রিয় দলের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন বিশ্বের ব্রাজিলপ্রেমী ভক্তরা। কিন্তু তার আগেই একটি বিড়ালকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশ্ন উঠছে ব্রাজিলের সাংবাদিক সম্মেলনে টেবিলের ওপরে চড়ে বসা বিড়ালটি কি আসলে অভিশাপ?

Advertisement
ব্রাজিলের সাংবাদিক সম্মেলনে টেবিলের ওপরে চড়ে বসা বিড়ালটি কি আসলে অভিশাপ? ব্রাজিলের সাংবাদিক সম্মেলনে টেবিলের ওপরে চড়ে বসা বিড়ালটি কি আসলে অভিশাপ?
হাইলাইটস
  • কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল
  • প্রিয় দলের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন বিশ্বের ব্রাজিলপ্রেমী ভক্তরা

কাতার বিশ্বকাপে আগামিকাল অর্থার শুক্রবার (৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। প্রিয় দলের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন বিশ্বের ব্রাজিলপ্রেমী ভক্তরা। কিন্তু তার আগেই একটি বিড়ালকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশ্ন উঠছে ব্রাজিলের সাংবাদিক সম্মেলনে টেবিলের ওপরে চড়ে বসা বিড়ালটি কি আসলে অভিশাপ?

প্রসঙ্গত বিশ্বকাপে আসন্ন ম্যাচ নিয়ে সাংবাদিক  সম্মেলনে  কথা বলছিলেন ব্রাজিলের মিডিয়া ম্যানেজার এবং ব্রাজিল দলের খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র। সেই সাংবাদিক সম্মেলনে হুট করে একটি বিড়াল ঢুকে পড়ে। ব্রাজিলের ফুটবলার এবং পুরো মিডিয়া রুমকে চমকে দিয়ে টেবিলে উঠে পড়ে বিড়ালটি। যেনতেন ঢুকে পড়া নয়, ভিনিসিয়ুস জুনিয়র কথা বলার সময় টেবিলের ওপর চড়ে বসে বিড়ালটি। দুই হাত দূরত্বে বসে থাকা বিড়ালের উপস্থিতিতে ভিনিসিয়ুস কিছুটা অস্বস্তিতে পড়ে যান। পাশে বসে থাকা মিডিয়া ম্যানেজার তখন বিড়ালটিকে হাত দিয়ে ধরে টেবিলের সামনে ফেলে দেন। যা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিড়ালটিকে এভাবে ছুড়ে ফেলা দেখে সবাই তার সমালোচনা করছেন। বিড়ালের প্রতি এমন আচরণ কেউই মেনে নিতে পারেনি।

 

মিডিয়া সেন্টারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে বিড়ালটি কীভাবে ঢুকল তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। মূলত টেবিল থেকে নীচে ফেলে দেওয়ার ভঙ্গিটিই অনেকের পছন্দ হয়নি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকেই সংবাদিক সম্মেলনে বিড়ালের বসে থাকার দৃশ্যে মজা পেয়েছেন। কেউ এক ধাপ এগিয়ে বিড়ালকে ছুড়ে ফেলার ঘটনায় ব্রাজিলের জন্য অভিশাপও খুঁজে পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ফুটবল ম্যাগাজিন হলারের অফিশিয়াল টুইটার হ্যান্ডলেও যেমন ভিডিওটি টুইট করে লেখা হয়, ‘যদি ব্রাজিল হারে, তাহলে বুঝতে হবে, নিশ্চিত এই বিড়ালটা তাদের অভিশাপ দিয়েছে।’ ফারাহ নামের এক ব্যক্তি লেখেন, ‘ব্রাজিল দলের সদস্যটি যেভাবে বিড়ালটাকে ফেলে দিল, এটাও বিশ্বকাপ ব্রাজিলের না হওয়ার আরেকটা কারণ।’
 

Advertisement

Advertisement