Achinta Sheuli: কমনওয়েলথে সোনা জেতার সিক্রেট কী, জানালেন অচিন্ত্য

মা ও দাদাকে নিয়ে অচিন্ত্যর পরিবার। ছোট বেলায় দাদার সঙ্গে শারীরিক কসরতের মধ্যে দিয়ে শরীর চর্চা শুরু। ধীরে ধীরে ভারোত্তলনের অনুশীলন শুরু হয়। বাবা মাত্র ৮ বছর বয়সেই বাবা মারা যান। হটাৎই অথৈ জলে পড়ে পরিবার। পরিবারের হাল ধরতে শরীর চর্চার রাস্তা ছাড়তে হয় দাদা অলোক শিউলিকে। তবে ভাইয়ের স্বপ্ন ভেঙে যেতে দেননি তিনি। সেই জন্যই এই সোনা দাদকে উৎসর্গ করলেন অচিন্ত্য। সোমবার তিনি বলেন, ''এই সোনা জয়ের পেছনে আমার দাদার অবদান অনস্বীকার্য। ও না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না।"

Advertisement
কমনওয়েলথে সোনা জেতার সিক্রেট কী, জানালেন অচিন্ত্যঅচিন্ত্যকে সংবর্ধনা দিল রোয়িং ক্লাব
হাইলাইটস
  • ভারোত্তলনে সোনা জিতেছেন অচিন্ত্য
  • কন মন্ত্রে সাফল্য জানিয়েছেন তিনি

সোমবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতকে সোনা এনে দেওয়া অচিন্ত্য শিউলিকে (Achinta Sheuli) সম্বর্ধনা জানাল ক্যালকাটা রোয়িং ক্লাব। সোমবার স্বাধীনতা দিবসের দিনে অচিন্ত‍র হাতে তুলে দেওয়া হল ৫১ হাজার টাকার চেক। ২০২২ কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন অচিন্ত্য শিউলি। সারা দেশকে গর্বিত করেছেন অচিন্ত্য। তবে, হাওড়া থেকে বার্মিংহ্যামের এই যাত্রা অবশ্য খুব সহজ ছিল না অচিন্ত্যর। রীতিমতো বছরের পর বছর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে আন্তর্জাতিকমহলে স্বীকৃতি অর্জন করলেন হাওড়ার এই যুবক।  

দাদাকে সোনা উৎসর্গ করলেন অচিন্ত্য


এদিন ক্যালকাটা রোয়িং ক্লাবে এসে অচিন্ত্য বললেন, "সাফল্যের জন্য পরিশ্রম যেমন জরুরী তেমন দরকার ধৈর্যও। শুধু পরিশ্রম করলে হবে না, তার সঙ্গে ধৈর্য না থাকলে সাফল্য পাওয়া কঠিন।'' 

আরও পড়ুন: দলে ফিরেছেন ক্যাপ্টেন রাহুল, ধাওয়ানের সঙ্গে ওপেন করবেন?

অচিন্ত্য শিউলি
অচিন্ত্য শিউলি

 মা ও দাদাকে নিয়ে অচিন্ত্যর পরিবার। ছোট বেলায় দাদার সঙ্গে শারীরিক কসরতের মধ্যে দিয়ে শরীর চর্চা শুরু। ধীরে ধীরে ভারোত্তলনের অনুশীলন শুরু হয়। বাবা মাত্র ৮ বছর বয়সেই বাবা মারা যান। হটাৎই অথৈ জলে পড়ে পরিবার। পরিবারের হাল ধরতে শরীর চর্চার রাস্তা ছাড়তে হয় দাদা অলোক শিউলিকে। তবে ভাইয়ের স্বপ্ন ভেঙে যেতে দেননি তিনি। সেই জন্যই এই সোনা দাদকে উৎসর্গ করলেন অচিন্ত্য। সোমবার তিনি বলেন, ''এই সোনা জয়ের পেছনে আমার দাদার অবদান অনস্বীকার্য। ও না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না।"

লক্ষ্য অলিম্পিক্স

তবে এখানেই থেমে থাকতে নারাজ বাংলার সোনা জয়ী ভারোত্তলক। কমনওয়েলথের পরের লক্ষ্যও স্থির করে ফেলেছেন অচিন্ত্য। তাঁর লক্ষ্য এবার অলিম্পিক্স। আগামী লক্ষ‍্যের কথা জানাতে গিয়ে অচিন্ত‍্য বলেন," বার লক্ষ্য অলিম্পিক্স। সেখান থেকেও দেশের জন্য পদক আনতে চাই।" ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে পরের বারের অলিম্পিক্স। 

আরও পড়ুন: কার্তিকের সঙ্গে প্রতিযোগিতায় পন্ত, ঋষভ বললেন...

Advertisement

কমনওয়েলথ গেমসে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছেন অচিন্ত্য। প্রথমবার খেলতে নেমেই এই কীর্তি গড়লেন হাওড়ার পাঁচলার ছেলে। এদিন ক্যালকাটা রোয়িং ক্লাবে এসে পতাকা উত্তোলন করেন অচিন্ত্য। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও অচিন্ত্যর হাতে ৫১ হাজার টাকার চেক তুলে দেন ক্লাবের সচিব। 

POST A COMMENT
Advertisement