ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) শীঘ্রই শুরু হতে চলেছে। মেগা নিলামের আগে চেন্নাই পৌঁছে গিয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এমএস ধোনির একটি সর্বশেষ ছবি প্রকাশিত হয়েছে, যেখানে তিনি একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন দক্ষিণের সুপারস্টার বিক্রমের (Vikram) সঙ্গে দেখা করেছেন। এমএস ধোনির বন্ধু শ্রীমান্ত লোহানী (চিট্টু) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটি শেয়ার করেছেন। যেখানে সুপারস্টার বিক্রম ও এমএস ধোনিকে একসঙ্গে দেখা যাচ্ছে। এই ছবিটি সামনে আসার সাথে সাথে এটি ক্রমশ ভাইরাল হয়ে যায় এবং এমএস ধোনির ভক্ত, ফ্যান ক্লাব এটি ক্রমাগত পোস্ট করতে থাকেন।
উল্লেখযোগ্যভাবে, দক্ষিণে বিক্রমের একটি বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে, সেইসঙ্গে তিনি 'অপরিচিত'-এর মতো হিট ছবির কারণে উত্তর ভারতেও বেশ জনপ্রিয়। সুপারস্টার বিক্রম নিজেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনির একজন বড় ভক্ত, যা তিনি অনেক অনুষ্ঠানে বারংবার উল্লেখ করেছেন।
আরও পড়ুন: কেএল রাহুলদের লোগো প্রকাশ, থাকছে পুরাণের ছোঁয়া
আরও পড়ুন: ইডেনে টি২০ সিরিজে দর্শক থাকছে, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রস্তুতি শুরু সিএবি-র
আইপিএলে শেষবারের মতো দেখা যাবে ধোনিকে?
আইপিএলের মেগা নিলাম হতে পারে ১২-১৩ ফেব্রুয়ারি, এমন পরিস্থিতিতে দল নিয়ে কৌশল তৈরি করতে এসেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি। এরই মধ্যে তিনি আরও অনেক কাজ করে যাচ্ছেন। এমএস ধোনি ছাড়াও চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কওয়াদ এবং মঈন আলিকে ধরে রেখেছে। মনে করা হচ্ছে এটিই হতে পারে এমএস ধোনির শেষ আইপিএল। তাই তিনি রবীন্দ্র জাদেজার হাতে দলের নেতৃত্ব তুলে দিতে পারেন। ধরে রাখা মূল্য হোক বা সিএসকে-র সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ইঙ্গিত। এই সবই বুঝিয়ে দেয় যে জাদেজাই সিএসকে-এর পরবর্তী অধিনায়ক হতে পারেন। তবে এই বারেই কি অধিনায়কত্ব ছাড়বেন মহেন্দ্র সিং ধোনি তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। অধিনায়ক হিসেবে ধোনি দুটি আইপিএল ট্রফি জিতেছেন। আইপিএল-এর ইতিহাসে তাঁকেই সবচেয়ে সেরা অধিনায়কের তকমা দেওয়া হয়।