বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2022) প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখনও পর্যন্ত বরিশালের দলের হয়ে বড় কোনও ইনিংস খেলতে পারেননি তারকা ব্যাটার ক্রিস গেইল (Chris Gayle)। দলের কোচ খালেদ মামুদ অবশ্য এখনও আশা ছাড়ছেন না ইউনিভার্স বসকে নিয়ে। তাঁর আশা বড় মঞ্চে ফের নিজের জাত চেনাবেন ক্যারেবিয়ান ব্যাটার। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলা এই ফাইনালে দুই দলেই রয়েছেন বেশ কয়েকজন বড় তারকা ক্রিকেটার। কুমিল্লার দলে রয়েছেন সুনীল নারাইন, ফ্যাফ ডু প্লেসিস, মইন আলি (Moeen Ali)। অন্যদিকে রয়েছেন মুজিব-উর রহমান ও ডোয়াইন ব্রাভো (Dwayne Bravo)। নয় ম্যাচে মাত্র একটা হাফ সেঞ্চুরি রয়েছে গেইলের।
ফাইনালের আগে নিজেকে সতেজ রাখতে কঠোর পরিশ্রম করছেন ক্রিস গেইল। ক্রিস ভিডিওটি শেয়ার করেছেন, যাতে ম্যাসাজ থেরাপিস্টকে তাঁর বাঁ পা ম্যাসাজ করতে দেখা গিয়েছে। গেইল সেই থেরাপিস্টদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে সেই ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে।
গেইল সবসময়ই পার্টি করতে পছন্দ করেন, তিনি অনেক অনুষ্ঠানে বিতর্কেও জড়িয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শ্রীলঙ্কার একটি হোটেল রুমে তিন ব্রিটিশ তরুণীর সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। তবে এর পরপরই ওয়েস্ট ইন্ডিজ দলের দেহরক্ষী পুলিশকে ডেকে তিন তরুণীকে পুলিশের হাতে তুলে দেন।
২০১৬ সালের জানুয়ারিতে বিগ ব্যাশ লিগ চলাকালীন ক্রিস গেইল মহিলাদের টিভি উপস্থাপক মেল ম্যাকলাফলিনকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি ম্যাকলাফলিনকে বলেন, 'আমি রান করি যাতে আমি আপনার সাথে কথা বলার এবং আপনাকে ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেতে পারি। এরপর মেলবোর্ন রেনেগেডস গেইলকে ১০ হাজার ডলার জরিমানা করে। গেইল পরে ক্ষমা চেয়েছিলেন। যদিও তাঁর এই মন্তব্যকে একটি সাধারণ রসিকতা বলে সাফাই দিয়েছিলেন গেইল।
আরও পড়ুন: ৩৮-এ পা ডি'ভিলিয়ার্সের, শুভেচ্ছা জানালেন 'বন্ধু' বিরাট
ক্রিস গেইল এখনও পর্যন্ত ৭৯ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১৮৯৯ রান করেছেন। তাঁর গড় ২৭.৯২।